ক্যানভা, ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং স্নাপসিড এই ৩ টি অ্যাপ আমি ব্যাবহার করেছিলাম। আমার কাছে ক্যানভা এবং স্নাপসিড এই দুটি অ্যাপ ভালই লেগেছিলো। বিশেষ করে স্নাপসিড ভালো লেগেছিল কারন স্নাপসিড ফাংশন দিয়ে ভরপুর ছিল। তবে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপটিতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করিনি তবে ম্যাজিক ইরেজার অপশনটি খারাপ ছিলো না । বাকি ২টো ঠিকঠাকই ছিলো। তবে ভাই আমার কাছে পিক্সআর্ট
অ্যাপ সব থেকে ভালো মনে হয়। এই ৪টি অ্যাপেরি গুন আপনি পিক্সআর্টে পেয়ে যাবেন। আপনি যদি পিক্সআর্ট ব্যবহার না করে থাকেন একবার চাইলে ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ভাবে ৪টি এ্যাপের রিভিউ দেয়ার জন্য।