ভাগ্যিস তালটি আপনার মাথার উপরে পড়ে নাই।।
যাক তালের উপর রাগ করে তালের বড়া বানিয়ে ফেলেছেন।। নিশ্চয়ই খাওয়ার পরে সেই রাগ কিছুটা হলেও কমেছে।।
তালের বড় আমারও খুব ফেভারিট মাঝে মাঝে খাওয়া হয় সিজন আসলে।। আপনার প্রস্তুত প্রণালী দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল।।