শুধুমাত্র কাগজ ভাঁজ করে কত সুন্দর তলোয়ার তৈরি করেছেন আপু৷ আপনার বানানো তলোয়ার তো মনে হচ্ছে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত। হে হে হে৷ তবে যেভাবে ধাপে ধাপে সম্পূর্ণ তলোয়ার বানানোর পদ্ধতিগুলি দেখালেন, তা ভীষণ সুন্দর হয়েছে৷ দারুণ একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করেছেন আমাদের সঙ্গে৷
খেলনা যুদ্ধে যেতে পারবে তলোয়ারটি নিয়ে।