দোলযাত্রা ঠিক আপনার মত আমারও একই ভাবে কাটে। ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর বড়দের পায়ে আবির দিয়ে দিনটি কেটে যায়। দোল খেলতে খুব একটা পছন্দ করি না। যদিও এইবারে অফিসে প্রচুর পরিমাণে রং মাখিয়ে দিয়েছিল। দোল বিষয়ক আপনার এই পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।