বাহ৷ গল্পটি বেশ আকর্ষণীয় লাগলো। কিন্তু শেষটা যেন হঠাৎ করে হয়ে গেল। মনে হচ্ছিল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এর মত ঘটনাগুলির বেশ আরো অনেক বর্ণনা হলে ভালো হতো। আসলে স্বপ্নের জগতে বিচরণ করতে আমরা ভালোবাসি। আর টাইম ট্রাভেল তো কল্পবিজ্ঞানের অন্যতম একটি বিষয়। তাই এই বিষয়ে গল্পটি পেয়ে বেশ ভালো লাগলো। পারলে এমন গল্প আরো লিখে আমাদের সঙ্গে শেয়ার করুন।