প্রেম এমন এক জিনিস যার থেকে শুদ্ধ ভাব আর কিছুতে হয় না। ফেসবুক হোক আর যেখানেই হোক, প্রেমের সূত্রপাত সব সময় সুন্দর হয়ে থাকে। আপনার লেখা গল্পটি পরিবেশ ভালো লাগলো। প্রেম পূর্ণতা পেলে তার সম্পূর্ণতা আসে। সেই দিক থেকে বিয়ে জিনিসটি একদিক থেকে যেমন প্রেমের পূর্ণতা, কেমন আরেক দিক থেকে এক নতুন জীবনের সূত্রপাত।