এই খেলাটি আমি দেখেছিলাম। নিউজিল্যান্ডের মতো দল ভারতের সাথে মাত্র ২ ৪৯ রান করতে পারে নাই। আমি প্রথম ভেবেছিলাম হয়তো নিউজিল্যান্ড ৪০ ওভার এই খেলাটি জিতে যাবে। কিন্তু ভারতের বোলারদের তুঁপের মুখে পড়ে নিউজিল্যান্ডের একের পর এক উইকেট এর পতন হয়। খুবই অল্প রানে নিউজিল্যান্ডকে আটকে দেই। আর সেই সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ভারতের জন্য শুভকামনা রইল।