সন্ধ্যেবেলা হাঁটাহাঁটি করার মুহূর্তে আপনার সামনে এই তাল এসে পড়েছে আমি মনে মনে ভাবছিলাম এটা যদি মাথার উপর পড়তো তাহলে কি হতো। সে যাই হোক আমি বলতে চাই আপনার ভাগ্যটা অনেক ভালো তালটা মাথার উপর পড়েনি। আপনি তালের উপর রেগে গিয়ে যে তালবড়া তৈরি করেছেন এ ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকটা বেশি মনে হয় রেগে গিয়েছিলেন যার কারণে তাকে একদম খেয়ে ফেললেন হাহাহা। যাইহোক তালবড়া রেসিপিটি দেখেই কিন্তু জিভে জল এসে গিয়েছে দাদা। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।