Sort:  
 9 hours ago 

আজ আপনার পোষ্টের ভিতরে কথাগুলো পড়ে বেশ ভালো লাগলো। খুব সুন্দর আপনি গুছিয়ে কথাগুলো লিখেছেন। আসলে কিছু কিছু মানুষ আছে অন্যের সাথে হিংসা ও কৃপণতা করে। আর এদের বিশেষত মানসিক সমস্যা। আপনার নানা তো ঠিক বলেছে? জীবনে সবকিছু ধরে বসে থাকলে হয় না। ননদের আসার খবর পেয়ে গাছের ফল খাওয়াবে না বলে ছেলেকে বাইরে থেকে তালা মেরে যেতে বলেছে। তাই হয়তো তার কপালে এই দুর্ঘটনাটা ঘটেছে।