রমজান মাসে ভাইয়া সবাই মিলে একসাথে ইফতারি করতে অনেক ভালো লাগে । তবে খোলা আকাশের নিচে ইফতার না করলেও সবাই মিলে অফিসের ভিতরে চমৎকারভাবে ইফতারের আয়োজন করলেন। এবং ইফতারের সাথে ফল ফ্রুটের সাথে বিরিয়ানি ও রাখলেন। এবং জনপ্রতি আপনার 300 টাকা করে তুলেছেন এই কারণে সুন্দর করে অনুষ্ঠান করেছেন। আর এসব অনুষ্ঠানগুলো সারা জীবন মনে থাকে ইফতারের। ভালো লাগলো আপনার পোস্টে দেখে।
জী সুন্দরভাবে ইফতার পার্টির আয়োজন সম্পন্ন করার জন্য সবাই শরীক থেকেছেন।