You are viewing a single comment's thread from:

RE: অফিসে ইফতার পার্টির আয়োজন।।

in আমার বাংলা ব্লগ4 days ago

রমজান মাসে ভাইয়া সবাই মিলে একসাথে ইফতারি করতে অনেক ভালো লাগে । তবে খোলা আকাশের নিচে ইফতার না করলেও সবাই মিলে অফিসের ভিতরে চমৎকারভাবে ইফতারের আয়োজন করলেন। এবং ইফতারের সাথে ফল ফ্রুটের সাথে বিরিয়ানি ও রাখলেন। এবং জনপ্রতি আপনার 300 টাকা করে তুলেছেন এই কারণে সুন্দর করে অনুষ্ঠান করেছেন। আর এসব অনুষ্ঠানগুলো সারা জীবন মনে থাকে ইফতারের। ভালো লাগলো আপনার পোস্টে দেখে।

Sort:  
 4 days ago 

জী সুন্দরভাবে ইফতার পার্টির আয়োজন সম্পন্ন করার জন্য সবাই শরীক থেকেছেন।