যেদিন ডেকে তুলতো না সেদিন সারাদিন তো রাগ করে থাকতাম বলতে গেলে
এই ব্যাপার টা নিয়ে আমিও রাগ করতাম। আপনার লেখাগুলো পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় সালামির ক্ষেত্রে এমাউন্ট দেখতাম না বরং কত নতুন নোট সেটা দেখতাম। বেশ ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
হাহা! আসলেই সালামিতে নতুন নোট পেলে তো খুব ভালো লাগতো।