বর্তমানে বড়ই এর সিজন চলছে। আমার কাছে দেশি টক বড়ই গুলো খেতে অনেক ভালো লাগে। আপনি আজকে আপনাদের বাড়ির গাছ থেকে বড়ই নিয়ে তারপর রেসিপিটা তৈরি করেছেন। এ ধরনের রেসিপি গুলোর কথা শুনলে আসলেই জিভে জল চলে আসে। কাসুন্দি দিয়ে এরকম বড়ই মাখা খাওয়া হয়নি কখনো। ধন্যবাদ দিদি এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।