আমারতো তিন বেলা ভাত না খেলে ভালোই লাগে না। তবে শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হয়। যাই হোক, ভালো লাগলো আপনার আজকের রেসিপিটা দেখে। ওটস আমার কখনো খাওয়া হয়নি। তবে আমার কাজিনরা এটা খায় তাদের কাছ থেকে শুনেছিলাম এটার কথা। ওটস আমাদের শরীরের জন্য নাকি খুবই গুরুত্বপূর্ণ। আর ওজন কমাতেও সাহায্য করে। রেসিপি টা দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। কখনো সম্ভব হলে ট্রাই করে দেখব।