You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৫

in আমার বাংলা ব্লগ9 days ago

অনুগল্প:

গতকালের কথা,আমরা আলাদা আলাদা কলেজ থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি।সুতরাং এই স্বল্প সময়ে হয়তো সবাইকে ঠিকভাবে চেনাও হয়নি কারোর।কিন্তু টিফিনের সময় আমরা তিনজন একটি দোকানে গেলাম খাবার কিনতে।বাকি দুজনের টিফিন খাওয়া কমপ্লিট তাই তারা এমনিই আমার সঙ্গে গেল।তো একজন বান্ধবী বললো---তুই এই বিস্কুটটি নে ভালো হবে।

তখন আমি বললাম---তাহলে তুই দোকানদারকে বল,তাছাড়া দোকানে বেশ ভীড়ও ছিল।
তখন সে বললো---তুই তো এভাবে বাইরে চলতেই পারবি না।
যাইহোক আমি এক প্যাকেট বিস্কুট কিনলাম।কিন্তু হঠাৎ ওই বান্ধবী বলে উঠলো---তুই আমাকে টাকা দে, আমি একটা কেক খাবো।ক্লাসে গিয়ে আমি টাকা দিয়ে দেব।

যেহেতু আমার কাছে টাকা ছিল তাই আমি টাকাটা দিয়ে দিলাম।তখন সে কেক কিনে নিজে খেলো ও অপর বান্ধবীকে দিলো।আমিও বিস্কুটের প্যাকেট থেকে অপর বান্ধবীকে বিস্কুট দিয়ে তারপর খেলাম।কিন্তু সেই বান্ধবী তার কেকটি খাওয়া শেষ করে আমার বিস্কুটের প্যাকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিলো।তখন অবশিষ্ট একটি মাত্র বিস্কুট ছিল,ও সেটা নিয়ে এক কামড় দিয়ে নিয়ে আবার বিস্কুটটি রেখে দিলো প্যাকেটে।তখন আমি ওকে দিয়ে দিলাম সেই বিস্কুটটি খাওয়ার জন্য।তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম।স্যার আমাদের ক্লাস নেওয়া শুরু করলো,ক্লাস শেষ করেই আমরা বেরিয়ে পড়বো কারন ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি।

ক্লাস শেষ হয়ে গেল তবুও ও আমাকে টাকা দিলো না তখন আমি ওর কাছে চাইলাম।টাকাটা দেওয়ার তো নাম-ই নেই বরং উত্তরে সে বললো---তুই এখনই নিবি।যেহেতু এক সপ্তাহ পরে অর্থাৎ স্বরস্বতী পূজা শেষ হলে তবেই আমরা আবার ইউনিভার্সিটিতে আসবো।তাই আমি বললাম ---হ্যাঁ।তখন ও আমাকে টাকাটা ফেরত দিলো,তখন আমি মনে মনে বললাম---এভাবেই বুঝি বাইরে চলতে হয়।☺️☺️