একদম ঠিক বলেছেন আপু সারাদিন রোজা থেকে ইফতারিতে ভাজা পোড়া না হলে মনে হয় চলে না। আপনি দেখছি তাহলে তো অনেক ধরনের আইটেম রেখেছেন। তবে আমরা সব সময় ইফতারিতে ফল ভাজাপোড়া এসবের পাশাপাশি একটি বা দুইটি ভাজি দিয়ে রুটি খেতে পছন্দ করি। রোজায় থেকে সারাদিন পর ইফতার করার মজাই আলাদা। খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন আপু ধন্যবাদ।
আমরা সাধারণ ছিটরুটি খায় মাংস দিয়ে, ধন্যবাদ আপু।