Sort:  
 17 days ago 

সিমের বিচি আমিও ভীষণ পছন্দ করি। আর আমি সবসময় শীতের সিজন আসলে অনেকগুলো কিনে ফ্রিজে রেখে দেই যেন কয়েকবার খেতে পারি। কারণ এই সিমের বিচি বেশিদিন বাজারে পাওয়া যায় না। আর এই সবজিটি শীতকালে অনেক ভাবে রান্না করে খাওয়া যায়। আপনিও দেখছি সিমের বিচি দিয়ে রুই মাছের রেসিপিটি অনেক লোভনীয় করে রান্না করেছে। দেখে বুঝা যাচ্ছে আপনার রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর রান্নার কালারটিও চমৎকার এসেছে।