বাঙালি রেসিপি: রুই মাছ দিয়ে শিমের বিচি রান্না। || Delicious Food 😋

in আমার বাংলা ব্লগ17 days ago

বাঙালি রেসিপি: রুই মাছ দিয়ে শিমের বিচি রান্না

IMG20250204222310.jpg

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি, আমার আজকের আয়োজন। শীতকাল মানেই বিভিন্ন ধরনের সবজির সমাহার, আর এই শীতেই ভরপুর সবজি কব্জি ডুবিয়ে খাওয়া যায়। বিশেষ করে শীতের সময় আমি সবজি খেতে কার্পন্য করিনা। যাইহোক শীতের সবজির মধ্যে শিম অন্যতম এবং অনেকেই শিমের বিচি খেতে ভীষণ পছন্দ করেন। আমিও শিমের বিচি খেতে ভীষণ পছন্দ করি। যাইহোক শিমের বিচি অনেকভাবে রান্না করে খাওয়া যায়, যাইহোক আমি রুইমাছ দিয়ে শিমের বিচি রান্না দেখাবো আজকে। তো চলুন দেখে নেয়া যাক আজকের রেসিপি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍

IMG20250204131357.jpg

শীমের বিচি৫০০গ্রামরুই মাছ৩০০ গ্রাম
টমেটো২০০ গ্রামপেঁয়াজ কুচিএক কাপ
হলুদ গুঁড়াএক চামচমরিচ গুঁড়াএক চামচ
জিরা গুঁড়াএক চামচরসুন বাটাএক চামচ
লবণস্বাদমতোসোয়াবিন তেলপরিমাণ মতো
কাঁচামরিচস্বাদমতোধনিয়া পাতাস্বাদমতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আহ্ রান্না সে তো শিল্প

IMG20250203234457.jpg

IMG20250203200927.jpg

প্রথমেই শিমের বিচি গুলো খোসা ছাড়িয়ে নিলাম। এরপর ধুয়ে একটি চালনিতে উঠিয়ে নিলাম।

IMG20250204131412.jpg

IMG20250204131901.jpg

IMG20250204132029.jpg

এবার রুই মাছগুলোতে হলুদ মরিচ মাখিয়ে নিলাম।

IMG20250204132104.jpg

IMG20250204132757.jpg

IMG20250204132908.jpg

এবার মাছের টুকরোগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নিলাম।

IMG20250204132912.jpg

এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি গুলো বাদামি রঙের করে ভেজে নিলাম।

IMG20250204132950.jpg

IMG20250204133153.jpg

IMG20250204133228.jpg

IMG20250204133437.jpg

এরপর টমেটো কুচি দিয়ে মসলা গুলো দিয়ে দিলাম। এবার মসলা গুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর সামান্য পানি দিয়ে টমেটো গুলো ভালোভাবে গলিয়ে নিলাম।

IMG20250204133605.jpg

IMG20250204134151.jpg

IMG20250204134423.jpg

এবার শিমের বিচি গুলো দিয়ে দশ মিনিট মসলার সাথে কষিয়ে নিলাম। এরপর সামান্য ঝোল দিয়ে দিলাম এবং রান্না করতে থাকলাম।

IMG20250204134505.jpg

IMG20250204135456.jpg

IMG20250204141139.jpg

IMG20250204143545.jpg

এই ধাপে পরিমান মত ঝোল দিয়ে দিলাম। এরপর ভাজা মাছ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে বিশ মিনিট রান্না করলাম। ঝোল অনেকটাই শুকিয়ে এলে ধনিয়া পাতা দিয়ে চুলা বন্ধ করে দিলাম। আমাদের সুস্বাদু তরকারিটা তৈরি, এবার পরিবেশনের পালা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20250204222310.jpg

IMG20250204222344~2.jpg

IMG20250204222417.jpg

IMG20250204222414.jpg

IMG20250204222328.jpg

IMG20250204222310.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

" স্বাদের বিবরণ "

IMG20250204222448.jpg

এটা একেবারেই চেটেপুটে খাওয়ার মতো খাবার। আমরা পরিবারের সবাই খাবারটি বেশ উপভোগ করলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Black and White Modern Company Presentation (1).gif

" ছবির বিবরণ "
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।


First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

63f55ce3-99ea-4de6-a287-74751cb89edd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 16 days ago 

এটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি তবে আমি মাছের মাথা দিয়ে খেতে বেশি পছন্দ করি। অনেক ধন্যবাদ

 16 days ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 17 days ago 

Screenshot_2025-02-05-00-05-42-04_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-05-00-05-21-49_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-02-05-00-04-41-26_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 16 days ago 

সিমের বিচি আমিও ভীষণ পছন্দ করি। আর আমি সবসময় শীতের সিজন আসলে অনেকগুলো কিনে ফ্রিজে রেখে দেই যেন কয়েকবার খেতে পারি। কারণ এই সিমের বিচি বেশিদিন বাজারে পাওয়া যায় না। আর এই সবজিটি শীতকালে অনেক ভাবে রান্না করে খাওয়া যায়। আপনিও দেখছি সিমের বিচি দিয়ে রুই মাছের রেসিপিটি অনেক লোভনীয় করে রান্না করেছে। দেখে বুঝা যাচ্ছে আপনার রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর রান্নার কালারটিও চমৎকার এসেছে।

 17 days ago 

সিমের বিচি আলাদা ভাবে কখনো এভাবে রান্না করে খাওয়া হয়নি।আপনি সিমের বিচি দিয়ে রুই মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন।নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হয়েছে।মজাদার এই রেসিপি আমাদের মাঝে এত সুন্দর হবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 17 days ago 

এটা অত্যন্ত সুস্বাদু রেসিপি।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 17 days ago 

ঠিক বলেছেন ভাইয়া শীতকালে ভরপুর সবজি পাওয়া যায় তাইতো কব্জি ডুবিয়ে সবজি খাওয়া যায়। আমার কাছে সেজন্যই শীতকাল খুব ভালো লাগে। যাই হোক আপনি আজ শিমের বিচি দিয়ে রুই মাছের খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আমি শিমের বিচি খেতে খুব পছন্দ করি। কিছুদিন আগে এই রেসিপি তৈরি করেছিলাম খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 16 days ago 

অনেক ধন্যবাদ আপু।
এরকম তরকারি হলে খাওয়া একেবারে জমে যায়। অসাধারণ ছিল খাবারটি।

 17 days ago 

যে কোন মাছের রেসিপির মধ্যে শিমের বিচি ব্যবহার করলে অনেক বেশি মজাদার। আসলে শিমের বিচি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনি রুই মাছ দিয়ে শিমের বিচি রান্না রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে রেসিপি টি তৈরি করেছেন।

 16 days ago 

জি ভাই শিমের বিচি শরীরের জন্য অনেক উপকার। তরকারিটা খেতে অসাধারণ লেগেছে।

 17 days ago 

মজার রেসিপি নিয়ে হাজির হয়েছেন ভাইয়া।শীতের এই সময়ে শিমের বিচি দিয়ে নানা রকমের রেসিপি খেতে ভীষণ মজা হয়ে থাকে।আমি আজ শোল মাছ শিমের বিচি দিয়ে রান্না করেছি।আপনি রুই মাছ দিয়ে রান্না করেছেন।রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল আশাকরি। অনেক ধন্যবাদ জানাই দারুন সুস্বাদু রেসিপিটি আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

 17 days ago 

ধন্যবাদ আপনাকে অনেক চমৎকার মন্তব্যের জন্য।

 16 days ago 

আগে যখন বাড়িতে ছিলাম তখন প্রতি শীতে আমার মা এই রেসিপিটা রান্না করত ।আমার মা খেতে খুবই পছন্দ করে কিন্তু আমার কাছে তুমি ভালো লাগত না। আপনার রেসিপিটা দেখে সেই দিনগুলো মনে পড়ে গেল। খুবই সুন্দর হয়েছে আপনার রেসিপিটা পরিবেশন ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 16 days ago 

আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে খুশি।

 16 days ago 

এটা সত্যি বলেছেন ভাই শীতের সময়ে বাহারি সবজি দিয়ে কব্জি ডুবিয়ে খাওয়া যায়। সিমের বিচি দিয়ে রুই মাছের অনেক চমৎকার একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে লোভনীয় লাগছে। এ ধরনের রেসিপি দিয়ে খাবার খাইতে তো দারুন লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 16 days ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য
হ্যা আমি শীতকালীন সবজি খেতে ভীষণ পছন্দ করি।

 16 days ago 

শীতে আপনি সবজি খেতে কার্পণ্য করেন না জেনে ভালো লাগলো।আসলে শীতের সময় কম দামেই খুবই তরতাজা সবজি পাওয়া যায়।আপনি সিমের বিচি দিয়ে চমৎকার সুন্দর ও লোভনীয় করে সিমের বিচি রান্না করেছেন এবং রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 16 days ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য। আমার রন্ধন প্রণালী আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।