এই ঘটনায় আমি রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছি। মাঝে মাঝে মনে হয়েছে আমি কী করলাম জীবনে হা হা। তবে এটা বেশ আশঙ্কাজনক আপু। এটা ঠিক বতর্মান প্রজন্মের ছেলে মেয়েদের সাথে আমাদের ঐসময়ের পার্থক্য ছিল। তবে এদের দোষ যে পুরোপুরি সেটাও কিন্তু না। সত্যি তো আমরা পরিবার সমাজ রাষ্ট্র তাদের এই অবস্থা থেকে দূরে রাখতে কী করেছি??
বর্তমানে বাচ্চাদের এমন কাজকর্ম, চিন্তাভাবনা ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কেও ভাবায় বেশ! কাদের হাতে যাচ্ছে ভবিষ্যত! আসলে ওদের দোষও দিচ্ছি না, তবে একটা পজেটিভ পরিবর্তন তো দরকার!