কষ্টের ভাগ কেউ নিতে আসে না
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের কষ্টের ভাগ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে মানুষের কাছ থেকে সুখের ভাগ নিতে আসলেও কষ্টের ভাগ কেউ কখনো নিতে আসে না। কেননা সবাই এই পৃথিবীতে কষ্ট পেতে কখনো চায় না। আসলে এই পৃথিবীতে যারা গরীব পরিবারের জন্মগ্রহণ করে তারা খুব কষ্টের মধ্য দিয়ে তাদের শৈশব কলটা কাটাতে চেষ্টা করে। কেননা তখন তাদের তেমন কোনো উপায় থাকে না। কিন্তু পরবর্তীতে সে যদি কঠোর পরিশ্রম করতে পারে তাহলে সে কিন্তু তার এই কষ্টটা দূর করতে পারে। কিন্তু বেশিরভাগ লোকরা সব সময় চেষ্টা করে যে তারা শুধুমাত্র তাদের এই কষ্টটাকে দূর করবে জীবনে আর অন্য কোন উন্নতি করার কোন প্রয়োজন নেই তাদের। আসলে এইসব কষ্টের ভাগ কখনো আপনার কাছে নিতে আসবে না। যদিও সুখের সময় আপনি আপনার পাশে প্রচুর পরিমাণ লোক দেখতে পাবেন।
কেননা এই পৃথিবীতে সবাই কিন্তু বসন্তের কোকিল। মানুষ বড় স্বার্থপর এই পৃথিবীতে। কেননা আপনি যদি কোন ধরনের বড় কোন সমস্যার সম্মুখীন হন অথবা কোন বিপদে পড়েন তখন এইসব লোকেরা আপনার কাছে কখনোই আসবেনা। আর দেখবেন যে আপনার যখন এই বিপদ এবং সমস্যাগুলো যখন আপনার জীবন থেকে দূরে সরে যাবে তখন সেই মানুষগুলো আপনাদের পাশে আসবে যারা কিন্তু আপনার বিপদের সময় আপনার পাশে আসেনি। আসলে এইসব লোকেদের আপনি তখন কিন্তু চিনতে পারবেন। কেননা এর আগে তাদের কখনো চেনার কোন উপায় নেই। শুধুমাত্র বাইরের লোকের কথা বাদ দিয়ে আপনি শুধুমাত্র নিজের কথাটাই চিন্তা করুন একবার। কেননা আপনিও কিন্তু কখনো কারো কষ্টের ভাগ নিতে চাইবেন না।
এই পৃথিবীতে যারা সরল মন-মানসিকতার লোক তারা সব সময় মানুষের উপকার করার চেষ্টা করে। এছাড়াও মানুষের দুঃখ কষ্টের সময় তারা সব সময় তাদের পাশে থাকে। কেননা তারা যদি তাদের পাশে সব সময় থাকে তাহলে তারা কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের অনুপ্রেরণা দিতে পারবে এবং তাদের সাহায্য করে তাদের সেই কষ্টের থেকে আবার সুদিনে ফিরিয়ে আনতে পারবে। আসলে আমরা মানুষ হিসেবে যদি এভাবে চলাচল করি তাহলে কিন্তু আমরা কখনোই মানুষ হিসেবে মানুষের প্রতি আমাদের যেসব দায়িত্ব-কর্তব্য রয়েছে তা আমরা কখনো পালন করতে পারব না। কেননা এই পৃথিবীতে যেমন মানুষের সুখের সময় তাদের পাশে থাকার অধিকার যেমন আমাদের রয়েছে ঠিক তেমনি তাদের কষ্টের সময় তাদের কষ্টের ভাগ নেওয়ার অধিকারও কিন্তু আমাদের সকলের রয়েছে।
শুধুমাত্র স্বার্থপরের মত যদি শুধু মানুষের কাছ থেকে সুবিধা গুলো নিয়ে অসুবিধার সময় আমরা দূরে সরে যায় তাহলে কিন্তু আমরা কখনো মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পাবো না। যে মানুষটির বিপদের সময় আমরা তাকে সাহায্য করে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারব সেই মানুষটা কিন্তু আর কখনো আমাদেরকে কখনো ভুলবে না। কেননা আপনি যাকে বিপদের সময় একবার সাহায্য করবেন সেই মানুষটি কিন্তু আপনাকে সারাজীবন মনে রাখবে। আসলে এই ধরনের মানুষকে ভালোবাসা এবং তাদের পাশে থাকা আমাদের সকলের অবশ্যই উচিত। কেননা এই পৃথিবীতে আজ কেউ কষ্টে আছে আবার কিছুদিন পর তাদের সেই কষ্টটা দূর হয়ে যাবে। কিন্তু তাই বলে যে আমরা শুধুমাত্র স্বার্থের মতো মানুষের চারিপাশ দিয়ে ঘোরাফেরা করবো এমন কোন কথা নেই। তাইতো আমাদের অবশ্যই মহানুভব হতে হবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
সুখে থাকলে ভালো থাকলে ভাগীদারের অভাব থাকে না। কিন্তু একটু কষ্ট দুঃখের মধ্যে দিন চললে দিন দিন সেই সুখের ভাগীদার লোকগুলো পালিয়ে যেতে থাকে। আর এই মুহূর্তে মানুষ চেনা যায়।