মধ্যরাতের ভয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আপনাদের সাথে খুব ছোট একটা বিষয় সম্পর্কে কথা বলবো।অর্থাৎ বলা চলে শেয়ার করবো।আমার প্রায় প্রতিদিন বলা চলে রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। কারণ যেহেতু কাজ করি, তাই ল্যাপটপ অফ করতে করতেই রাত তিনটা কিংবা চারটা বেজে যায়। তো মোটামুটি বলা চলে আমি প্রায় প্রতিদিন ওই সময়ের দিকে ঘুমাতে যাই।কারণ কাজ থাকে অনেক বেশি। আর এতো কাজ করতে আসলে একেবারে খুব খারাপ লাগে বলা চলে।

যাই হোক, একদিন রাতের কথা আমার সেদিন প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। অর্থাৎ রাতের একটার দিকে প্রচন্ড ঘুম পাচ্ছিলো। আর সেদিন এলার্জির ওষুধ খেয়েছিলাম। তাই ঘুম আরো দ্বিগুণ যেন বেড়ে গিয়েছিলো। সাধারণত ওষুধ খেলেও আমার এতো তাড়াতাড়ি ঘুম পায় না,শুধুমাত্র ঝিমানি আসে। কিন্তু সেদিন প্রচন্ড রকম ভাবে ঘুম আসাতে আমি ল্যাপটপ অফ করে সেদিনকার মত ঘুমিয়ে পরেছিলাম।

এরপরে রাতের আনুমানিক কয়টা বাজে আমার ঠিক সময়টি মনে নেই। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং আমার কাছে মনে হয় যে আশে পাশে কেউ রয়েছে। আসলে ভাবনাটা একেবারে যে খুব একটা সত্যি ছিলো,তা নয়। অর্থাৎ ভুল ছিল বলা চলে। কিন্তু সেদিন রাতে আমি যে কি পরিমান ভয় পেয়েছি। সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেদিন আমার প্রচন্ড ভয় লেগেছিলো। শুধু তাই নয় আমার প্রায় দম বন্ধ হয়ে আসছিলো ভয় এ। মধ্যরাতের এই ভয়ে যে আমাকে এভাবে কাবু করবে, আমি নিজেও ভাবতে পারিনি। এরপর থেকে আসলে বেশ অনেকদিন আমি লাইট জ্বালিয়ে ঘুমাতাম। কারণ প্রতি রাতেই আমার ভয় করতো যে সেদিনকার মতোন যদি হয়। তাহলে কি হবে! কিন্তু আল্লাহর রহমতে আর কখনোই এমন কিছু হয়নি। আর আমার মনে হয় সেদিন ও আমার মনের ভুলই ছিলো।

ABB.gif

Sort:  
 4 days ago (edited)

আসলে অনেক সময় মধ্যরাত্রে ঘুম ভেঙ্গে গেলে মনে হয় যে আমাদের আশপাশে কেউ না কেউ আছে। সত্যি বলতে এরকম ধারণাটা আমারো মাঝে মধ্যে রাত্রে হয়ে থাকে। কিন্তু এটা সম্পূর্ণ মনের একটি ভুল ধারণা অথবা মনের এক প্রকার কৌতূহল। যাহোক, মধ্যরাতে এরকম ধারণা করা মোটেও ঠিক না, তবে এরকম ধারণা এমনিতেই মনের মধ্যে চলে আসে-- এমনটাই আমি মনে করি।

হ্যালো বন্ধু, চমৎকার পোস্ট, খুব আকর্ষণীয় এবং আরো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত

 3 days ago 

মধ্যরাতে এরকম সমস্যা হওয়া মোটেও কাম্য নয়। হয়তোবা আপনার মনের ভুল ছিল ঐ ধারণাটি। কেননা আমাদের মনে অনেক সময় অনেক রকমের চিন্তাভাবনা ঢুকে থাকে যার ফলেই বিভিন্ন রকমের বিষয় নিয়ে অনুভব করি আমরা। ঘুমানোর সময় নিজের শরীর বন্ধ করে ঘুমাবেন। ইনশাআল্লাহ এরকম কোন দুঃস্বপ্ন আর দেখবেন না। সুস্থ থাকুন সবসময় এটাই প্রত্যাশা করি।