আসলে অনেক সময় মধ্যরাত্রে ঘুম ভেঙ্গে গেলে মনে হয় যে আমাদের আশপাশে কেউ না কেউ আছে। সত্যি বলতে এরকম ধারণাটা আমারো মাঝে মধ্যে রাত্রে হয়ে থাকে। কিন্তু এটা সম্পূর্ণ মনের একটি ভুল ধারণা অথবা মনের এক প্রকার কৌতূহল। যাহোক, মধ্যরাতে এরকম ধারণা করা মোটেও ঠিক না, তবে এরকম ধারণা এমনিতেই মনের মধ্যে চলে আসে-- এমনটাই আমি মনে করি।