রোজা রেখে এমনিতে খুব বেশি হাঁটাহাঁটি করাও অনেক বেশি কষ্টকর হয়ে যায়। কিন্তু সেখানে ইউনিভার্সিটি তে ৩ ৪ বার করে পাঁচ তলা ছয় তলা হাটা এটা আসলে অনেক বেশি কষ্টকর। স্কুল কলেজে তো আমরা এক জায়গায় বসে পড়ালেখা করতাম। আবার সময় মত বাড়ি চলে যেতাম। কিন্তু এত কষ্ট হতো না । যাই হোক অবশেষে ছুটি পেয়েছেন এটাই তো অনেক বড় বিষয়।