একদম ঠিক বলেছেন আপু। এই ভাজাপোড়া বা কমন আইটেমগুলো যদি ইফতারিতে না থাকে তাহলে ইফতারি করেছি বলেই মনে হয় না। আর এই সমস্যাটা সবার জন্যই হয়। তবে বেগুনিতে এত পরিমানে এলার্জি যে আমার ছেলেকেও বেগুন দিতে অনেক ভয় লাগে। কারণ সে যদি একবার বেগুন খেয়ে ফেলে তাহলে তার চুলকানির জন্য সে থাকতে পারে না। যাই হোক তবুও চেষ্টা করি বেগুনি স্কিপ করার। কারণ বেগুন সবার জন্য একটা সমস্যা। যাদের হালকা এলার্জি আছে বেগুন খাওয়ার পর অনেক বেশি হয়ে যায়। আপনার তো দেখছি খুবই খারাপ অবস্থা আপু। আসলে ইফতারের সময় মন মত কিছু খেতে না পারলে খুবই খারাপ লাগে।