একদম বাস্তব সত্য কথা হলো চিংড়ি মাছ আমার খুবই পছন্দের। এটাতে যতই এলার্জি থাকুক না কেন এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।চিংড়ির বিভিন্ন রকমের রেসিপি করে খাওয়া হয়েছে তবে এভাবে ভর্তা করে খাওয়া হয়নি। আপনি তো রেসিপি টা দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন। ইচ্ছে করছে এখান থেকে নিয়ে ভাত খাওয়া শুরু করে ফেলি।
এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন আরো প্রেমে পড়ে যাবেন চিংড়ি মাছের।
হ্যাঁ আপু অবশ্যই ভাবে একদিন ট্রাই করবো। অবশ্য চিংড়ি মাছ ফ্রিজে রয়েছে সেগুলো দিয়ে ট্রাই করা যাবে।