বৌঠানের কাসুন্দি নামটা প্রথমে পড়ে ভেবেছিলাম হয়তোবা আপনার কোন বৌদির তৈরি করা কাসুন্দি দিয়ে তৈরি করেছেন। পরে দেখলাম কাসুন্দির নামই তো এটা, হাহাহা।যাই হোক এই সময়টায় বড়ই গুলো বেশ ভালই পাওয়া যায়। আর কাসুন্দি দিয়ে কোন কিছু মাখা করলে তো সেটার স্বাদ বেশি বেড়ে যায়। দারুন একটা রেসিপি তৈরি করেছেন দেখে লোভ লেগে গেল আপু।