ঠাকুরগাঁও নারগুন খেজুর বাগানে খেজুরের রস পান করা দারুন একটি রোমাঞ্চকর মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আমার মতে এতো রাত্রে খেজুরের রস পান করতে না যাওয়াই ভালো। খেজুরের রস পান করার উপযুক্ত সময় হলো সকাল বেলা। যাহোক দারুন লাগলো আপনার লেখাগুলো পড়ে।
জায়গাটা একটু দূরে , দেরি করে গেলে রস পাওয়া যায় না ৷ তাই রাত্রে যেতে হয়েছে , অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷