You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২১
দুঃখের জীবন কষ্ট দেয় ,
জীবনটাকে সাজাবো কি করে।
ভালোবাসার কারণে
জীবনটা হয়েছে দূর মোরা।
হৃদয় আছে মন নাই
অন্ধ হৃদয়ের ভালোবাসা।
দুঃখের জীবন কষ্ট দেয় ,
জীবনটাকে সাজাবো কি করে।
ভালোবাসার কারণে
জীবনটা হয়েছে দূর মোরা।
হৃদয় আছে মন নাই
অন্ধ হৃদয়ের ভালোবাসা।