আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অণু কবিতা:
দুঃখ করেছে সাথি মোরে
সুখ বাঁধিবো কি করে?
ভালোবাসা করেছে পর মোরে
হৃদয়ে থাকিবো কি করে?
লেখক:
লেখকের অনুভূতি:
জীবনের সাথে নিয়তির সংযোগ চাইলেই বিচ্ছিন্ন করা যায় না, সময়ে কিংবা অসময়ে তার প্রভাবে নানা ক্ষেত্রে হতাশ হতে হয় আমাদের।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
দুঃখ করেছে সাথি মোরে,
তবুও চুপিচুপি খুঁজি তারে।
ভালোবাসা দিয়েছে জ্বালা,
তবুও হৃদয়ে রয় তার জ্বালা।
সে আজ পর, তবু মন বলে,
একদিন সে ফিরবে ভুলভরে।
ভালোবাসা কি ফুরায় সহসা?
থেকে যায় শুধু একটুখানি আশা।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
কষ্টেরা হয়েছে আমার সহকারী
অবরোধ হবে কি এই সন্তুষ্টি?
স্নেহের পরশ করেছে পশ্চাত আমাকে
মনের গভীরে বাস করবো কি করে?
জীবনের কঠিনতা করেছে পৃথক
আশাভঙ্গেরা কি বেঁধেছে ছক?
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
মাঝে মাঝে কষ্টগুলো সত্যিই সাথী হয়ে যায়। আর সেই কষ্টগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। অসাধারণ লিখেছেন আপু।
ঠিক বলেছেন, ধন্যবাদ আপু।
দুচোখ জলে ভেসে যায়,
স্মৃতিরা শুধু বুকে ঠাঁই।
তুমি যবে ছাড়লে হাত,
নিভে গেলো সব স্বপ্ন রাত।
ভালোবাসা ছিলো সত্যি,
তবু কেনো এ পথ ভ্রান্তি?
দুঃখ করেছে সাথি মোরে
সুখ বাঁধিবো কি করে?
ভালোবাসা করেছে পর মোরে
হৃদয়ে থাকিবো কি করে?
চোখে যে ছিল স্বপ্ন রাঙা,
আজ সেখানে কেবলই বেদনার ভাঙা।
যার নামে গাঁথা ছিলো গান,
সে এখন শুধুই পুরনো স্মৃতির টান।
দুঃখগুলো যখন সাথী হয় তখন সুখ খুঁজে পাওয়া সত্যিই অনেক কঠিন হয়ে যায়। আর স্বপ্নগুলো তিলে তিলে শেষ হয়ে যায় ভাইয়া।
দুঃখ করেছে সাথি মোরে,
সুখ বাঁধিবো কি করে?
ভালোবাসা করেছে পর মোরে,
হৃদয়ে থাকিবো কি করে?
যারে চেয়েছি প্রাণভরে,
সে তো খেলে গিয়াছে তরে।
আঁধারে জ্বলিছে অভিমানে,
ভাঙা মন কাঁদে নির্জনে।
দুঃখের ছায়া মোর চোখে
স্মৃতিরা আসে নিঃশব্দ শোকে।
তারে ভুলিতে চাহি বারবার
অভিমানে জ্বলে হৃদয় আমার।
সুর বেজে ওঠে বিষাদ সুরে
ভালোবাসা এখন শুধু দূরে।
কান্না লুকাই রাতের আঁধারে
ভোর আসেও না আর সান্ত্বনার দ্বারে।
দুঃখ করেছে সাথী আমার জীবনটাকে,
সুখ নাই আমার কপালে।
ভালোবাসা করেছে মোর বিতাড়িত,
হৃদয়টা কাজ করবে কিভাবে আমার।
দুঃখের জীবন কষ্ট দেয় ,
জীবনটাকে সাজাবো কি করে।
ভালোবাসার কারণে
জীবনটা হয়েছে দূর মোরা।
হৃদয় আছে মন নাই
অন্ধ হৃদয়ের ভালোবাসা।
দুঃখ করেছে সাথি মোরে,
কেন হাসবে না ভালোবেসে?
সুখের বাঁধনে বেঁধে ফেলো,
হারাবো না এই সংসারে।
ভালোবাসা যেন সুমধুর গান,
হৃদয়ে বাজুক চিরদিন মান।
দূরে থাকো না, পাশে থেকো,
মোর জীবনের সেরা অংশ হয়ে।
নির্জন নিশি রাতে কেঁদে বলি চাঁদরে,
কেন সেই হারালো প্রিয় স্বপ্ন ঘোরে?
ভালোবেসে ছিলাম যারে মন প্রাণ ভরে,
সেই তো ডুবেছে অচেনা আবেশে ভোরে।
হৃদয়ে রেখেছি স্মৃতি চোখের কোণের জলে,
তবু সেই আসে না আর অবুঝ মনের তলে।
মনের ভালোবাসা যদি হয় কাঁটা পথ ঘিরে,
তবে একাকিত্বে বাঁচিবো কেমনে, বলো তুমি রে?