ডাই :- ক্লে দিয়ে অপরূপ সুন্দর পর্তুলিকা ফুল তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে আবারো ক্লে দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করার চেষ্টা। কয়েকবার ভিন্ন রকম ফুল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। কিন্তু আজকে খুব সুন্দর পর্তুলিকা ফুল তৈরি করলাম। ক্লে দিয়ে আমার কাছে যে কোন জিনিস তৈরি করতে এমনিতে ভীষণ ভালো লাগে। সবসময় ভিন্ন রকম জিনিস তৈরি করে। ক্লে দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে অনেক বেশি সময় দিয়ে তৈরি করতে হয়। তাহলে তৈরি করা জিনিসগুলো সুন্দরভাবে ফুটে উঠে। আমার তৈরি করা এই পর্তুলিকা ফুলগুলো দেখে আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগলো। আজ কয়দিন এমনিতেও ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। কিন্তু আমি সব সময় আমার প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি। যাই হোক আশা করি আমার তৈরি করা এই পর্তুলিকা ফুলগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি হালকা গোলাপি কালারের দিয়ে কয়েকটি ফুলের পাতা তৈরি করে নিলাম। তারপর একটার সাথে একটা জোড়া লাগিয়ে কয়েকটি ফুল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর হলুদ রঙের ক্লে দিয়ে আরো কয়েকটি পর্তুলিকা গোল ফুল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপর দুটি কালারের কয়েকটি পর্তুলিকা ফুল সুন্দর করে ধাপে ধাপে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর ফুলগুলো নিচের অংশে আরো কিছু ফুলের অংশ ক্লে দিয়ে জোটা লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর কফি কালারের ক্লে দিয়ে কিছু লাঠির মত সমান করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
কিছু পাতা তৈরি করে উপরের অংশে ফুলের কলি জোড়া লাগিয়ে নিচের চারপাশের পাতাগুলোকে সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর একই রকম হবে ফুলগুলোকে জোড়া লাগিয়ে চারপাশে ফুলের কিছু পাতা জোড়া লাগিয়ে খুব সুন্দর পর্তুলিকা ফুল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
এভাবেই ফুলের কলি এবং পর্তুলিকা ফুল খুব সুন্দর করে ধাপে ধাপে তৈরি করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবেই ক্লে দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করে নিয়ে নিলাম। আশা করে আমার তৈরি করা এই ফুলগুলো আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
এক কথায় অসাধারন একটি ডাই। বেশ সুন্দর এবং কালার ফুল। যে কেউ দেখে মুগ্ধ হয়ে যাবে। বেশ সু্ন্দর করে আপনি আপনার ডাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার কাছে আমার তৈরি করা ফুলগুলো কালারফুল লেগেছে দেখে খুব সুন্দর
https://x.com/bdwomen2/status/1891482621898551511?t=D7mtSWEF_clat2PoVkSJyw&s=19
ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম বাস্তবেই পর্তুলিকা ফুল। এগুলো গাছে যেমন দেখতে সুন্দর লাগে ক্লে দিয়ে তৈরি করায় দেখতে একদম বাস্তবিক মনে হচ্ছে। ক্লে দিয়ে এত সুন্দর করে পর্তুলিকা ফুলগুলো তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমন কাজগুলো আসলেই প্রশংসার দাবিদার।
চেষ্টা করেছি নিজের মতো করে সুন্দর করে ফুলগুলো তৈরি করার জন্য
ক্লে দিয়ে সুন্দর পর্তুলিকা ফুল তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা ফুলগুলো খুবই সুন্দর লাগছে।আপনি খুব সুন্দর একটি ডাই পোস্ট আজ শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
এভাবেই আমি সব সময় ভালো কিছু তোর উপর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি
পুর্তলিকা ফুল আমার ভীষণ পছন্দের একটি ফুল।আমার বাসাতে বেশ কয়েক রকমের পুর্তলিকার গাছ রয়েছে,তার মধ্যে আপনার বানানো পুর্তলিকার মতো দেখতে একটি ফুল গাছ রয়েছে। আপনার বানানো ফুল গুলো দেখে আমার গাছের ফুলগুলোর দিকে তাকিয়ে দেখলাম,একদম দেখতে একই রকমের লাগছে।অনেক সময় এবং ধৈর্য সহকারে যে ফুলগুলো বানিয়েছেন তা দেখেই বুঝতে পারছি।সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন এবং পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।🌸
ঠিক বলেছেন এরকম ফুল গুলো দেখলে মনে হয় জীবন্ত ফুলের মত
ক্লে দিয়ে আপনার তৈরি প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর হয়। আজকেও ক্লে ব্যবহার করে আপনার তৈরি পুর্তলিকা ফুল দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এক কথায় বলতে অসাধারণ।ফটোগ্রাফিগুলো বেশ দারুন হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কাছে আমার তৈরি করা ফুলগুলো ভালো লাগলো দেখে খুশি হলাম
এই ফুলের গাছ আমাদের বাড়িতে এক সময় অনেক ছিল। দেখতে খুবই সুন্দর লাগে। এখন অবশ্য নেই। এর ফলে নাও আমি আগে ঠিক করে জানতাম না। আপনার পোস্টের মাধ্যমে জেনে নিলাম। ক্লে দিয়ে তৈরি করেছেন চমৎকার পার্তুলিকা ফুল। পাতাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। সম্পূর্ণ ফুল খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। এক গুচ্ছ ফুলের তোড়া বানিয়ে ফেলেছেন দেখছি। ক্লে দিয়ে সুন্দর ফুল গুলো তৈরি করার প্রসেস দেখে খুব ভালো লাগলো আপু।
আপনাদের বাড়িতেও এই ফুল গাছ একসময় ছিল জেনে ভালো লাগলো
আপনার ক্লে দিয়ে তৈরি প্রতিটি সৃষ্টি যেন একেকটি শিল্পকর্ম।আজকের পর্তুলিকা ফুলও তার ব্যতিক্রম নয় দেখতে একদম বাস্তবের মতো মনে হচ্ছে। দারুণ নিখুঁত কাজ, সঙ্গে অসাধারণ ফটোগ্রাফি। এমন সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
চেষ্টা করিনি নিজের মতো করে সুন্দর জিনিসগুলো তৈরি করার জন্য
পর্তুলিকা ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। আপনার হাতের কাজ সত্যিই অসাধারণ। দেখতে অনেক সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় লাগছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
নিজের হাতে তৈরি করা এই ধরনের সুন্দর ফুলগুলো দেখতে আমার কাছেও ভীষণ ভালো লাগে