You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৪

in আমার বাংলা ব্লগ9 months ago

শূন্যতায় ভরপুর প্রতিটি রজনী,
ভালোবাসার দেয়ালে ঘেরা হৃদয়ে,
অন্য কারো বিচরণ হবে না,
শুধু তুমিহীন রজনী আমার চাইনা।
চাই শুধু নিরবতায় তুমি,
চঞ্চলতায় তুমিময় সময়।

শূন্যতা শুধু তোমার জন্য,
শূন্য আমার প্রতিটি ক্ষণ
তুমি হীনা জীবন আমার,
বেঁচে থাকতেও যেন মরণ।।

চাইনা আমি এমন নিশিথী
যেখানে নাই শুধু তুমি,
তোমার স্পর্শেই জীবন আমার
সুখের এক নীলাভূমি।