আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৪


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

শূন্যতায় ভরপুর প্রতিটি রজনী,
ভালোবাসার দেয়ালে ঘেরা হৃদয়ে,
অন্য কারো বিচরণ হবে না,
শুধু তুমিহীন রজনী আমার চাইনা।
চাই শুধু নিরবতায় তুমি,
চঞ্চলতায় তুমিময় সময়।

লেখকের মতামত:
যাকে ভালোবাসা হয় তাকে ছাড়া অন্য কাউকে মনের কোণে ঠাঁই দেয়া যায় না। প্রতিটি সময়ই তার সঙ্গ চায় মন।

লেখক/লেখিকাঃ

@bristy1

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

রাতের ভেতর রাত্রি এলে
নৈঃশব্দ্য খোলে দোর।
তোমার কথা ভাবতে গিয়ে
হঠাৎ জাগে লালচে ভোর।

আমি কি চাই সেসব কবেই গেছে ভেসে,
হৃদয় শুধু মুক্তি খোঁজে বিষের বাঁশির সুরে।

কই কেউ তো মারেনি টোকা
তোমার খেলার ঘরে,
স্মৃতিরা যে সব জমে উঠেছে
শীতলপাটির তরে।

 last month 

তবে আছো তুমিই থাকবে,
শূণ্য এই হৃদয়ের অবগাহনে,
যেথায় থাকবো দুজন অনন্তকাল,
সুখের ভেলায় চড়ে।।

ভুলিবো কেমনে প্রিয়?
তোমার সেই প্রেম
দিয়েছো যা দু হাত ভরে
আমায় উজার করে ।।

 last month 

সত্যি আপু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেলেও ভালোবাসার মানুষটি হৃদয়ের অন্তরালে অনন্তকাল ধরে রয়ে যায়। অসাধারণ লিখেছেন।

 last month 

শূন্যতায় ভরপুর প্রতিটি রজনী,
ভালোবাসার দেয়ালে ঘেরা হৃদয়ে,
অন্য কারো বিচরণ হবে না,
শুধু তুমিহীন রজনী আমার চাইনা।
চাই শুধু নিরবতায় তুমি,
চঞ্চলতায় তুমিময় সময়।

শূন্যতা শুধু তোমার জন্য,
শূন্য আমার প্রতিটি ক্ষণ
তুমি হীনা জীবন আমার,
বেঁচে থাকতেও যেন মরণ।।

চাইনা আমি এমন নিশিথী
যেখানে নাই শুধু তুমি,
তোমার স্পর্শেই জীবন আমার
সুখের এক নীলাভূমি।

 last month 

আমার হৃদয়ের শূন্যতা,
ভরে দিয়েছো তুমি।
তাইতো তোমায় ছাড়া অন্য কিছু,
ভাবতে আমি পারিনি,

এ জীবনে আর কিছু চাইনা আমি,
শুধু চাই তোমাকে,
তোমাই নিয়ে থাকতে চায়,
জনম জনম ধরে।

 last month 

হৃদয়ের শূন্যতা যখন কেউ পূর্ণ করে তখন সত্যিই ভালো লাগে। জনম জনম ধরে তাকে আঁকড়ে ধরে বাঁচার ইচ্ছেটা তখন আরো প্রবল হয়ে দাঁড়ায়। দারুন লিখেছেন ভাইয়া।

 last month 

একরাশ স্বপ্ন দেখি,
শুধু তোমায় নিয়ে।
তোমাতেই মেতে থাকি,
ভালোবাসা দিয়ে।

স্বপ্নভরা জীবন আমার,
পুরোটা জুড়েই তুমি।
চারপাশে কেউ না থাকলেও,
চাই তোমাকে আমি।

 last month 
কেবল তোমার সঙ্গেই পূর্ণ হয় রাতের সুর,
তোমার চোখের আলোয় ছড়ায় স্বপ্নের ঝর।
তুমি ছাড়া অন্ধকারে কেমন যেন খুঁজি,
তোমার অভাবে দিনও যেন অমাবস্যার মতো লাগে।
প্রতি প্রহরে, প্রতি মুহূর্তে,
তোমার অভাব ঘিরে রেখেছে হৃদয়ের প্রতিটি কোণ।
তুমি আসো, তোমার অবর্তমানে শূন্যতা নিঃশব্দে বিরাজ করে,
তোমার উপস্থিতি ছাড়া জীবন শুধু কল্পনার সুর।
 last month 

সারাটাদিন কাটে আমার শুধু তুমিময়,
তোমাতেই আমি থাকি বিভোর,
দিন কাটে রাত কাটে শুধু তোমায় ঘিরে,
ভালোবাসার নৌকা ভাসাই তোমার তীরে।

 last month 

তোমাকে নিয়েই সকল ব্যস্ত,
তোমাকে নিয়েই সকল আশা।
তোমার জন্য আমি রয়েছি,
আজও আমি যে একা,

তোমাকে নিয়েই থাকবো আমি,
এই ভ্রুবনের মাঝে।
ভালোবাসার শান্তিতে থাকবো তোমার বুকে।

 last month 

দারুন হয়েছে

 last month 

রাতের আঁধারে ছায়া হয়ে ভেসে আসো তুমি,
মনের গভীরে বাজে তোমার মিষ্টি হাসি।
তোমার স্মৃতির আঁচলে জড়িয়ে আছে মন,
তোমার অপেক্ষায় দিন কাটাই আমি নিরবধি।

তোমার ছোঁয়ায় জাগে হৃদয়ের প্রতিটি কোণ,
তোমার সুরের মূর্ছনায় ভেসে যায় মন।
শূন্যতায় ঢেকে আছে জীবন, তোমার প্রতীক্ষায়,
তোমার মায়ায় বাঁধা পড়ে কাটে প্রতিটি সময়।

তুমি আছো দূরে, তবু মনে আছো কাছাকাছি,
তোমার স্মৃতিতে জড়িয়ে থাকি সবসময়।
তোমার ছায়ায় ঘুমিয়ে পড়তে চায় এই মন,
তুমি ছাড়া অন্য কারো নেই এই হৃদয়ে স্থান।

 last month 

তুমিই আছো এই হৃদয়ের কোণে
তুমি শুধু আমার মন গোপনে
যখন মোদের নৌকা চলে আরও
সম্পর্কের উষ্ণতাটাই গাঢ়
আর লাগে না অন্য হাতের ছাপ
ছড়িয়ে যাবে খুব চেনা উত্তাপ।