বোন, বাবা আর তুমি মিলে দেখছি বেশ ভালই স্প্রিং ঘোড়ায় উঠে মজা করেছিলে। সত্যি বলেছো, বাবারা সবসময় একটু কঠোর প্রকৃতির হয় আর তাদের মুখে হাঁসি দেখতে পারলে ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা হলো হাঁসিটা যদি আমাদের জন্য হয় সেটা আরো ভালো লাগে। মানুষ মনের দিক দিয়ে সব সময় বাচ্চা থাকতেই পছন্দ করে। সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করে ছেলে দেখে খুবই ভালো লাগলো।