You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৫

in আমার বাংলা ব্লগlast year

সম্পর্কের বাঁধনে জড়িয়ে,
আবেগে মিশে থাকে মায়া,
কিন্তু সময়ের স্রোতে ভেসে
প্রকাশ পায় মুখোশের খেলা।

আপনজনের চোখে দেখা স্বপ্ন,
সহজে হারায় বাস্তবতার আঘাতে।
ভালোবাসার মিষ্টি সুর
মাঝে মাঝে রূপ নেয় কঠিন প্রতিশোধে।

দুনিয়াটাই যেনো এক রঙ্গমঞ্চ,
যেখানে আবেগে ঢেউ তুলে,
কর্কশ প্রতিহিংসায় ডুবে যায় মন,
আসলে, এখানেই লুকিয়ে থাকে জীবনের রূপকথা।