আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৫


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

সম্পর্কগুলোই এমন,
সময়ে-সুযোগে প্রতিশোধের নেশায়
আপন মানুষগুলোর রং পাল্টে যায়।
দুনিয়াটাই এমন,
আবেগে-অনুভূতিতে ভালোবাসার পরশ
আড়ালে-আবডালে প্রতিহিংসায় কর্কশ।

লেখক/লেখিকাঃ

@hafizullah

লেখকের মতামত:

সম্পর্কগুলো আজকাল ভিন্ন একটা মুখোশে ঢেকে থাকে, প্রকৃত ভালোবাসাটা কখনোই বুঝা বা উপলব্ধি করা যায় না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

আমার বাংলা ব্লগের প্রথম MEME COIN - $PUSS now Sunswap Listed

Banner_PUSS1.png

Sort:  
 last month 

ভালোবাসাটাই আজ এমন,
আবেগে মনের কাছে এসে
বাস্তবতায় ছেড়ে দেয় শেষে।

মনটাই আজ এমন,
কাছের মানুষ দূর হয়ে যায়
দুনিয়ার এই স্বার্থপরতায়।

 last month 

অসাধারণ লিখেছেন আপু। সত্যি কথা বলতে ভালোবাসা এমনই হয়। আবেগে মন কাছাকাছি আসে কিন্তু বাস্তবতায় দূরে চলে যায়।

 last month 

এতো স্বচ্ছ দিন তাও চোখে বালি

সম্পর্ককের জালে অনেক গিঁট
যতবার তুমি আমার বিচার করেছ
নিভৃতে দেখেছি, সূর্য নিভে যাচ্ছে
হাতে হাত রাখার সময়
জানি না কেন কাচের টুকরো ফোটে।
— রক্ত ঝরে,
বার বার ঝরে,
ঝরতে ঝরতে হাতটাই ফুরিয়ে যায়।
অথচ সম্পর্কের জেরে
শক্ত করে ধরতে চাও
রোজ বিচার কর, 'কি পেলে' 'জায়গা কতখানি'

এতো স্বচ্ছ দিন তাও চোখে বালি...

 last month 

তোমাকে চেয়েছি আমি দিতে সমুদ্র তরঙ্গ।
তুমি ভেবে রেখেছো করবে আমার হৃদয় ভঙ্গ।
তোমার জন্য আমি প্রস্তুত করেছি নিখুঁত সঙ্গ।
তুমি করেছ আমাকে আমার অজান্তে ধ্বজভঙ্গ।

তোমায় আমি দিতে চেয়েছিলাম চাঁদের আলো।
তুমি আমার জীবন করে দিয়েছ নিকষকালো।
তোমায় আমি করতে চেয়েছে সুখি, সবচেয়ে ভালো।
তুমিই আমায় করে দিয়েছে সবথেকে এলোমেলো।

 last month 

প্রিয় মানুষটিকে আমরা সব সময় অনুভব করি। কখনো হৃদয়ের মাঝে কখনো বা কল্পনায়। আপনার লেখা কবিতার লাইন গুলোও সত্যিই দারুণ ছিল ভাইয়া। অনেক ভালো লাগলো।

 last month 

ঠিক বলেছেন আপু। প্রিয় মানুষকে সবসময়ই অনুভব করি।

 last month 

সম্পর্কগুলি আজ কাটাছেঁড়ার মতো,
ধূলিকোণায় জমাট বাঁধা--
সবাই বিদ্রুপের সুযোগ খোঁজে
তুরুপের তাস হয়ে আপনেরা হয় গিরগিটি।
জগৎটাই এমন,
উৎকণ্ঠা-উপলব্ধিতে ভালোবাসার স্পর্শতায়
পরদার-অন্তরালে বৈরনিগ্রহ অমসৃণতায়।

 last month 

খুব দারুণ লেগেছে লাইনগুলো আমার কাছে, উপরের অংশের সাথে একদম মিলে গেছে। ধন্যবাদ

 last month 

চেষ্টা করি ভাইয়া, নতুন শব্দের ব্যবহার করে অর্থ এক রাখার।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

এটাই নির্মম বাস্তবতা
ভালোবাসার আড়ালে স্বার্থপরতা
মিষ্টি ভাষার আড়ালে কর্কশতা
সময় সুযোগ পেলে করেনা হাত ছাড়া
সুযোগ বুঝে করে দেয় প্রতারণা
এটাই চরম সত্য।

সম্পর্ক গুলো এমনই মিথ্যে মায়াজাল
স্বার্থের টানে কাছে আসে
স্বার্থ ফুরালে আবার কেটে পড়ে
কিছুই বোঝা যায় না সবকিছুতেই ভেজাল।

 last month 

সত্যিই আপু বাস্তবতা বড় কঠিন। বাস্তবতার মুখোশের আড়ালে যখন স্বার্থ লুকিয়ে থাকে তখন ভালোবাসা বলতে আর কিছুই থাকে না। সবকিছুই মিথ্যে মায়াজাল।

 last month 

ভালোবাসার আবেগে পড়ে আছি,
আমি গভীর জলে।
এই আবেগময় ভালোবাসা,
ছাড়তে পারছিনা আমি তোমার কারণে,
কিভাবে চলে গেলে তুমি অন্যের হাত ধরে।
তোমারও শূন্যতায় আজও কাঁদে আমি নিরবে।

 last month 

সম্পর্কগুলোই এমন,
সময়ে-সুযোগে প্রতিশোধের নেশায়
আপন মানুষগুলোর রং পাল্টে যায়।
দুনিয়াটাই এমন,
আবেগে-অনুভূতিতে ভালোবাসার পরশ
আড়ালে-আবডালে প্রতিহিংসায় কর্কশ।

কিছু সম্পর্ক এ যেন শুধু নামেই সম্পর্ক
সবসময় খোঁজে শুধু প্রতিশোধের নেশা,
সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে তাদের
ভয়ানক কিছু স্বার্থের মেলামেশা।।

স্বার্থ যেন এই দুনিয়ার প্রধান সম্বল
স্বার্থ হারালেই হারাবে যেন,
দুনিয়ার সব সম্পদ, তাইতো
এতো আহাজারি, প্রতি হিংসা পরায়ণ।

 last month 

উপরে উপরে সবাই ভালবাসে
গভীরভাবে ভালবাসতে কজনই জানে,
সম্পর্কগুলো আজ নিশ্চুপ
স্বার্থের কাঁটা তারে বাধা,
সময় সুযোগ প্রতারণার মায়াজালে
বাস্তবতা হারিয়ে যাচ্ছে স্বার্থের টানে।
দুনিয়াটা বড়ই রঙ্গমঞ্চ
অভিনয়ে যে সেরা,
সেই টিকে থাকতে পারে
মানুষের মন জয় করে।

 last month 

সম্পর্কের বাঁধনে জড়িয়ে,
আবেগে মিশে থাকে মায়া,
কিন্তু সময়ের স্রোতে ভেসে
প্রকাশ পায় মুখোশের খেলা।

আপনজনের চোখে দেখা স্বপ্ন,
সহজে হারায় বাস্তবতার আঘাতে।
ভালোবাসার মিষ্টি সুর
মাঝে মাঝে রূপ নেয় কঠিন প্রতিশোধে।

দুনিয়াটাই যেনো এক রঙ্গমঞ্চ,
যেখানে আবেগে ঢেউ তুলে,
কর্কশ প্রতিহিংসায় ডুবে যায় মন,
আসলে, এখানেই লুকিয়ে থাকে জীবনের রূপকথা।

 last month 

সময় পাল্টায় আর
রং পাল্টায় ভালোবাসা
সময়ের সাথে ফিকে হয়ে যায়
মনের যত সাজানো আশা।
সম্পর্কের বেড়াজালে আজ
ভালোবাসা বেরঙিন
প্রিয় ভালোবেসেছি তোমায়
তবুও নিঃস্ব আমি তুমিহীন।
ভালোবাসার প্রতিচ্ছবি
বদলে গেছে ক্ষণে ক্ষণে
মিথ্যে ভালোবাসায় মায়ায়
বেঁধেছি আমি নিজেকে
অভাগা আমি আজ
আমার মিথ্যে ভালোবাসার ভুবনে।