You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৫৭৯ || মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয় কেন?

in আমার বাংলা ব্লগ3 months ago

মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয় কেন?

  • মন কোন পণ্য নয়। যে কোন পণ্য দেওয়ার সময় যে অবস্থা থাকে আবার ফেরত পাওয়া সময় প্রায় একই অবস্থায় থাকে। কিন্তু মন যখন দেওয়া হয় তখন মনের মধ্যে আবেগ, অনুভূতি, ভালোবাসা কম থাকে। মন দেওয়ার পরে আবেগ, অনুভূতি এবং ভালোবাসা আরো বাড়ে‌। মন হাজার রকমের রঙিন স্বপ্ন দেখে। মনের মধ্যে আবেগ, অনুভূতি, ভালোবাসা বাড়ার কারণে মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয়💔💘💔🥲😂🤣😭।

  • মনের মধ্যে শুধু কাউকে দেওয়ার অপশন রয়েছে কিন্তু ফেরত পাওয়ার অপশন নেই 💔💔💔।

  • মন তো Hard Disk না ফরম্যাট করলেই আগের সব ফাইল ফেরত আসবে অর্থাৎ, মন দেওয়ার সময় যেভাবে ছিলো ঠিক সেভাবে ফেরত আসবে💘💘💘।

  • মনের স্মৃতি বা, অনুভূতি গুলো কখনো রিসাইকেল করা যায় না এই জন্য মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয়।