এবিবি ফান প্রশ্ন- ৫৭৯ || মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয় কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয় কেন?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

মন দেওয়া ফ্রি, কিন্তু ফেরত নিলেই ব্রেকআপ চার্জ লাগে😜 যে কোন কাজেই এক্সট্রা চার্জ দিতে গেলে একটু তো কষ্ট লাগবেই।

 2 months ago 

আপনার যুক্তি দারুন ভাই।

 2 months ago 

মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয় কোন ?

কারণ যখন কেউ কাউকে মন দেয়, তখন সেখানে আশা, বিশ্বাস, অনুভব আর একটা অদৃশ্য বন্ধন গড়ে ওঠে। কিন্তু সেই মন যদি সাড়া না পায়, বা ফিরে না আসে, তখন সেই শূন্যতা খুব কষ্ট দেয়। মন তো কোনো বস্তুর মতো নয়, যা সহজে দেওয়া আর ফেরত নেওয়া যায়। সেটা জড়িয়ে থাকে ভালোবাসা, স্বপ্ন আর বিশ্বাসের সঙ্গে। আর সেই সম্পর্ক যদি একতরফা হয়, তখন ফেরত চাওয়াটাই একরকম যন্ত্রণার মতো লাগে।

 2 months ago 

আপনি ঠিক বলেছেন আপু।

 2 months ago 

আপনার কথাগুলো ভালই লাগলো।

 2 months ago 

কথায় আছে---"দান করা জিনিস ফেরত নিতে নেই।"মন দেওয়ার সময় সেটা জোড়া থাকে কিন্তু ফেরত পাওয়ার সময় সেটা ভেঙে যায় তাই কষ্ট হয়।😢

 2 months ago 

দারুন বলেছেন আপু।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া☺️.

 2 months ago 

মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয় কেন?

  • মন কোন পণ্য নয়। যে কোন পণ্য দেওয়ার সময় যে অবস্থা থাকে আবার ফেরত পাওয়া সময় প্রায় একই অবস্থায় থাকে। কিন্তু মন যখন দেওয়া হয় তখন মনের মধ্যে আবেগ, অনুভূতি, ভালোবাসা কম থাকে। মন দেওয়ার পরে আবেগ, অনুভূতি এবং ভালোবাসা আরো বাড়ে‌। মন হাজার রকমের রঙিন স্বপ্ন দেখে। মনের মধ্যে আবেগ, অনুভূতি, ভালোবাসা বাড়ার কারণে মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয়💔💘💔🥲😂🤣😭।

  • মনের মধ্যে শুধু কাউকে দেওয়ার অপশন রয়েছে কিন্তু ফেরত পাওয়ার অপশন নেই 💔💔💔।

  • মন তো Hard Disk না ফরম্যাট করলেই আগের সব ফাইল ফেরত আসবে অর্থাৎ, মন দেওয়ার সময় যেভাবে ছিলো ঠিক সেভাবে ফেরত আসবে💘💘💘।

  • মনের স্মৃতি বা, অনুভূতি গুলো কখনো রিসাইকেল করা যায় না এই জন্য মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয়।

 2 months ago 

মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয় কেন?

কারণ মন তো পাসওয়ার্ড না, ভুলে গেলেই "রিসেট" করে ফেরত পাওয়া যাবে! 🤣🤣

 2 months ago 

মন কোনো লিব্রেরি বই না, যে ডেট পাস করার আগে ফেরত দিয়ে দিতে হবে! 😄

 2 months ago 

মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয় কেন?

ভেঙে ছুরে তছনছ করা জিনিস ফেরত পেতে কে চাইবে। আর তখন তো সেই জিনিসটা ফিরে পেতে কষ্ট হবেই।

Absolutely brilliant initiative, @abb-fun! I love the concept of ABB-Fun – injecting humor and creativity into everyday observations is pure gold! The daily question approach is incredibly engaging, and the rewards are a fantastic incentive.

"মন দেওয়ার পরে, ফেরত পেতে কষ্ট হয় কেন?" - What a fantastic question to kick things off! I can already imagine the witty and imaginative responses this will generate. I appreciate the clear guidelines for participation; keeping it concise and original is key. This initiative is sure to foster a vibrant and playful community. Everyone, get those creative juices flowing and share your most hilarious and insightful answers! I am resteeming this for visibility. Can't wait to see the fun unfold!

 2 months ago 

মন দেওয়াটা খুব সহজ আর সুখের হয়, কিন্তু নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায়, মন ফেরত নিতে চ্যাকা খেতে হয়, তাই ফেরত নিতে কষ্ট হয়।

 2 months ago 

জি ভাই বাস্তব কথা বলেছেন।

 2 months ago 

কারন মন দেওয়ার পরে, সেই মন গার্লফ্রেন্ডকে ছাড়িয়ে বান্ধবী, চাচাতো বোন, ফুফাতো বোন, শালিকা, ভাবির মধ্যেও জড়িয়ে যায়। সে জন্য ফেরত পেতে কষ্ট হয়। একজনকে না হয় কষ্ট দেওয়া যায়। এত গুলো মানুষকে কষ্ট দেওয়া কিভাবে সম্ভব,হা হা হা।😂😁

 2 months ago 

এতগুলো মানুষকে কষ্ট দেওয়া একেবারেই অসম্ভব। মন তো নয় এ যেনো বহুত বড় ফেরিঘাট 😄😄।