লবন মরিচ দিয়ে বড়ই খেতে সত্যি খুব ভালো লাগে আপু। আসলে আগে আমরা বন্ধুরা সবাই মিলে পড়ন্ত বিকেলে এভাবে বড়ই মাখা খেতাম। আজ আপনি খুব সুন্দর করে কাসুন্দি দিয়ে কুল মাখা তৈরি করেছেন। বড়ই মাখা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। কাসুন্দি দেওয়াতে খেতে নিশ্চয় মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।