RE: এবিবি ফান প্রশ্ন- ৪৯৬ | পরীক্ষার হলে বসলেই কেনো প্রিয় সব গানের লাইন মনে পরে?
স্যার আমাকে আমার মতোন থাকতে দিন । (২)
আপনি সময় হলে পরীক্ষার খাতা নিয়ে যাইয়েন। আমি যা পারি সব লিখিয়ে দিয়েছি। বাকি আছে যাহা লিখে নিবো তাহা সহপাঠী বন্ধু-বান্ধবের থেকে।
স্যার আমাকে আমার মতোন থাকতে দিন । (২)
আমি সব পারি শুধুমাত্র প্রশ্নে যা এসেছে তাহা ছাড়া। বিশ্ববিদ্যালয় ক্লাসে প্রাইভেট সেন্টারে আর রাত জাগিয়া পড়িয়াছি
বইয়ের প্রথম থেকে শেষে।
এখন দেখি কিছুই কমন পড়ে নাই আমার।
বই দিয়েছে আমাকে বড় ছ্যাকা (২)
স্যার আমাকে আমার মতোন থাকতে দিন । আপনি মহান, আপনি অতি দয়ালু আমার প্রতি হবেন না কঠোর। আমি যদি করি পাস আপনাকে করিবো স্মরণ ক্ষীরমোহন আর মিষ্টি নিয়ে।
স্যার আমাকে আমার মতোন থাকতে দিন । (২)
এবার যদি করি পাস একটি চাকরি নিয়ে করিবে বিয়ে। না হলে যে আমার গার্লফ্রেন্ড চলে যাবে অন্যের হাত ধরে। এই বন্ধু পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা দেখা ।
স্যার আমাকে আমার মতোন থাকতে দিন । আপনি সময় হলে পরীক্ষার খাতা নিয়ে যাইয়েন। আমি যা পারি সব লিখিয়ে দিয়েছি। বাকি আছে যাহা লিখে নিবো তাহা সহপাঠী বন্ধু-বান্ধবের থেকে- - - -