এবিবি ফান প্রশ্ন- ৪৯৬ | পরীক্ষার হলে বসলেই কেনো প্রিয় সব গানের লাইন মনে পরে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পরীক্ষার হলে বসলেই কেনো প্রিয় সব গানের লাইন মনে পরে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি তো পড়িই পরীক্ষার আগের দিন রাতে।তাই পরীক্ষার হলে মাথা থেকে আর যাই হোক,পড়া আর বের হয় না!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
স্যার আমাকে আমার মতোন থাকতে দিন । (২)
আপনি সময় হলে পরীক্ষার খাতা নিয়ে যাইয়েন। আমি যা পারি সব লিখিয়ে দিয়েছি। বাকি আছে যাহা লিখে নিবো তাহা সহপাঠী বন্ধু-বান্ধবের থেকে।
স্যার আমাকে আমার মতোন থাকতে দিন । (২)
আমি সব পারি শুধুমাত্র প্রশ্নে যা এসেছে তাহা ছাড়া। বিশ্ববিদ্যালয় ক্লাসে প্রাইভেট সেন্টারে আর রাত জাগিয়া পড়িয়াছি
বইয়ের প্রথম থেকে শেষে।
এখন দেখি কিছুই কমন পড়ে নাই আমার।
বই দিয়েছে আমাকে বড় ছ্যাকা (২)
স্যার আমাকে আমার মতোন থাকতে দিন । আপনি মহান, আপনি অতি দয়ালু আমার প্রতি হবেন না কঠোর। আমি যদি করি পাস আপনাকে করিবো স্মরণ ক্ষীরমোহন আর মিষ্টি নিয়ে।
স্যার আমাকে আমার মতোন থাকতে দিন । (২)
এবার যদি করি পাস একটি চাকরি নিয়ে করিবে বিয়ে। না হলে যে আমার গার্লফ্রেন্ড চলে যাবে অন্যের হাত ধরে। এই বন্ধু পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা দেখা ।
স্যার আমাকে আমার মতোন থাকতে দিন । আপনি সময় হলে পরীক্ষার খাতা নিয়ে যাইয়েন। আমি যা পারি সব লিখিয়ে দিয়েছি। বাকি আছে যাহা লিখে নিবো তাহা সহপাঠী বন্ধু-বান্ধবের থেকে- - - -
0.00 SBD,
2.85 STEEM,
2.85 SP
কঠিন প্রশ্ন। কথাটা ঠিক কিন্তু উওরটা অজানা। তবে আমার ক্ষেত্রে ঐ মনে পড়া পযর্ন্ত সীমাবদ্ধ থাকে না। কখনও কখনও তো আমি গুণগুণিয়ে গাওয়া শুরু করে দেয়।
0.00 SBD,
2.84 STEEM,
2.84 SP
এ কেমন কথা! পরীক্ষার হলে জীবনেও গানের কথা মাথায় আসবে না! আর যদিও আসে তাহলে সিউর আপনি পাগল হয়ে গিয়েছেন। আপনাকে পাবনা এডমিট হতে হবে ইমিডিয়েটলি 🤣
0.00 SBD,
2.83 STEEM,
2.83 SP
কারণ গানকে আমরা পড়ালেখার থেকেও একটু বেশি ভালোবাসি। প্রশ্ন দেখলে মাথা ঘুরায় আর টেনশন হয়। সেই সময় গানের কথা মনে পড়ে, যায় আর মুখ দিয়ে শুধু গান আসে🤭🤭😂।
0.00 SBD,
2.81 STEEM,
2.81 SP
মূলত ছেলেদের ক্ষেত্রে পরীক্ষার হলে যখন বান্ধবীদের দেখে তখন সুন্দর সুন্দর সব গানের লাইন মনে পরে। আর মেয়েদের ক্ষেত্রে সুন্দর সব হ্যান্ডসাম বন্ধুদের দেখে গানের লাইন মনে পরে। উভয়ের ক্ষেত্রেই একটা আকর্ষণ বিকর্ষণ কাজ করে যার কারণে এমনটা হয়।
0.00 SBD,
2.80 STEEM,
2.80 SP
তাই নাকি ভাইয়া। আপনার যুক্তিগুলো কিন্তু অসাধারণ।
পরীক্ষার হলে তাহলে মেয়েদের দিকে তাকিয়ে থাকেন। ব্যাপারটা কিন্তু বেশ জটিল। এরপর দেখবেন শেষে ফেল করে বসবেন ভাইজান। 😆
মানুষ জীবন দিয়ে দিচ্ছে আর আপনি পাশ ফেইল নিয়ে পড়ে আছেন 😁
পরীক্ষার হলে বসলে প্রিয় গানের লাইন মনে পড়ে মানসিক চাপ থেকে মুক্তি পেতে। মস্তিষ্ক আরামদায়ক কিছু খুঁজে নেয়, আর গান এ ক্ষেত্রে পরিচিত ও আনন্দদায়ক উপায়। চাপের সময় স্মৃতিতে থাকা প্রিয় লাইন সহজেই ভেসে ওঠে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
ঠিক বলেছেন আপু মানসিক চাপ থেকে মুক্তি পেতে গানের লাইন মনে পড়ে।
মাঝে মাঝেই যখন প্রশ্নের উত্তর মনে পড়ে না অথচ ঘন্টা বাজার সময় হয়ে যায় তখন আমার তো গান তৈরি করতে ইচ্ছে করে।তখন মাথায় আসে---কেন মনে পড়ে না------কেন মনে পড়ে না----😢😢.
পরীক্ষার হলে পড়ালেখা বেইমানি করলেও গান গুলো বেইমানি করে না,হা হা হা।😂😅
এটা অবশ্য ঠিক বলেছেন লেখাপড়া বেইমানি করে মন থেকে হারিয়ে যায়। কিন্তু গান বেইমানি করে না। মনের মাঝে উঁকি দেয়।
মানুষ যেসব কাজকর্ম বেশি করে বা দেখে তা স্মরণে সব সময় বেশি থাকে। আমি নিজেই বছরে ১০-১৫ দিন লেখাপড়া করি, তাও আবার পরীক্ষার আগে। তাই সারা বছরের কার্যক্রম মাথায় ঘুরপাক খায় পরীক্ষার হলে বসলে। টেনশন না থাকায় প্রিয় গানগুলো চোখের সামনে ভেসে ওঠে। তাই প্রিয় সব গানের লাইন মনে পড়ে যায়, এবং গাইতে ইচ্ছে করে।
কিছু না পারলে যা হয় আর কি।তবে আমার আবার গান কম মনে পড়তো,শুধু কোথায় কোথায় আড্ডা দিবো সেটা মনে পড়তো।