You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪৫৪| মাতৃভাষা আছে কিন্তু পিতৃ ভাষা নেই কেন?
মাতৃভাষা আছে কিন্তু পিতৃ ভাষা নেই কেন?
পিতৃ ভাষা আছে তবে এই ভাষায় কেউ কথা বলে না। সব জায়গায় মায়ের অগ্রধিকার বেশি মাকে বেশি প্রাধান্য দেয়া হয়। বলা হয় থাকে লেডিস ফার্স্ট। এজন্য তো আমাদের যে কোন বিষয়ে ভালো কিংবা খারাপ অনুভূতি প্রকাশ করার জন্য "মাগো" বলা হয় "বাবাগো" বলা হয় না।
পিতৃ ভাষা না থাকার আরেকটি মূল কারণ হলো প্রত্যেক পরিবারের সন্তানদের প্রথমে মায়ের মুখ থেকে ভাষা শিখে। পিতা পরিবারের অর্থনৈতিক সংগ্রাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাই সন্তানের ভাষা শেখানো সময় পায় না। মায়ের মুখ থেকে শিক্ষা ভাষা কি আর পিতৃ ভাষা হয়।
বাচ্চারা সব সময় তার মায়ের আশেপাশে থাকে এবং মাকে অনুসরণ করে বেশি ছোট থেকে। তাই মায়ের মুখ থেকেই যে শিক্ষা বা ভাষা প্রথম শেখে বাচ্চারা।