এবিবি ফান প্রশ্ন- ৪৫৪| মাতৃভাষা আছে কিন্তু পিতৃ ভাষা নেই কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মাতৃভাষা আছে কিন্তু পিতৃ ভাষা নেই কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এই বিষয়ে আমার কোন ধারণা নেই, আপনারাই আপনাদের মতামত গুলো দিন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এমনিতেই মা রা দাবী করে সবকিছু বাবার থেকে পাওয়া৷ পদবী, গোত্র, বংশ সবই। এরপর যদি ভাষাটাও বাবার নামে হত তবে আর দেখতে হত না। বাড়িতে বাস করা দায় হয়ে যেত। 🤣🤣🤣
দাদা আপনার উত্তরটা সুন্দর ছিল। হা হা হা।
বাড়িতে বাস করা দায় হয়ে যেত তাই নাকি ভাই 😄?
একদম ভাই৷ হা হা হা
"মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই" বলতে বোঝানো হয় যে, সাধারণত শৈশবে মা বা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে ভাষা শেখা হয়, কিন্তু পিতার ভাষার প্রভাব তেমন থাকে না। সমাজে মাতৃভাষা সম্পর্কিত গুরুত্ব বেশি থাকায় এই বৈশিষ্ট্য দেখা দেয়।
আপনি ঠিক বলেছেন, সমাজে মাতৃভাষার সম্পর্কিত গুরুত্ব বেশি থাকে।
ঢাকা শহর আছে কিন্তু খোলা শহর নেই😄, আবার আমাদের পৃথিবীতে নানা সমস্যা আছে কিন্তু নানি সমস্যা নেই🤣🤣, ঠিক তেমনি মাতৃভাষা আছে কিন্তু পিতৃ ভাষা নেই 🤣😁।
আপনার কথা যুক্তি আছে
এক কথায় - শান্তির জন্য ভাই! বাসায় ই যেখানে মায়ের ভাষার উপর বাবাদের কিছু বলার ভাষা থাকে না, চুপচাপ মেনে নেয়া ছাড়া 😅। তাই বোঝাই যাচ্ছে মাতৃভাষাতেই শান্তি, মাতৃভাষাতেই প্রশান্তি!
পিতৃভাষা বলে কিছু নেই কারণ বাবারা সবসময় কম কথায় কাজ সারতে চান! মায়েরা যত্ন করে আদর মেশানো ভাষায় কথা বলেন, তাই মাতৃভাষাই হলো সবার মনের ভাষা। আর বাবারা শুধু "ভালো করে পড়াশোনা করো!" বলে দায়িত্ব শেষ করেন! 😄
আপনি ঠিকই বলেছেন ভাইয়া বাবারা বিস্তারিত জানতে চায় না কিন্তু মায়েরা সব বিষয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাই ।
আসলে বাবারা সবসময়ই অবহেলিত। তাই সবদিক দিয়েই ঠকে যায়। আমিও তো ভবিষ্যতে বাবা হবো এবং সবদিক দিয়েই ঠকবো। সেটা ভেবেই কষ্ট লাগে 🤣🤣।
মা শিশু জন্ম দিতে পারে এই জন্য মাতৃভাষা হয় কিন্তু পিতা শিশুর জন্ম দিতে পারে না এই জন্য পিতৃ ভাষা হয় না। হা হা হা
একটা মানুষের জীবনের প্রথম শিক্ষক তার মা। জন্মের পরে আমরা মায়ের কাছেই থাকি। আর এই সময় মায়ের মুখের ভাষা থেকে শুরু করে সবকিছুই আমরা অনুকরণ করতে চেষ্টা করি। এইজন্যই বলে মাতৃভাষা বা আমার মায়ের ভাষা।
জি ভাই, মা যে ভাষায় কথা বলে তা হলো মাতৃভাষা।
আসলে মায়েদের মন রাখার জন্যই বাবারা মাতৃভাষা রেখেছে কিন্তু পিতৃ ভাষা রাখেনি🤣। না হলে তো বাবাদেরকে ঘরের বাহিরে থাকা লাগতো 🤭😀।
মায়েদের অধিকার সব জায়গায় বেশি ভাই।
পিতৃ ভাষা আছে তবে এই ভাষায় কেউ কথা বলে না। সব জায়গায় মায়ের অগ্রধিকার বেশি মাকে বেশি প্রাধান্য দেয়া হয়। বলা হয় থাকে লেডিস ফার্স্ট। এজন্য তো আমাদের যে কোন বিষয়ে ভালো কিংবা খারাপ অনুভূতি প্রকাশ করার জন্য "মাগো" বলা হয় "বাবাগো" বলা হয় না।
পিতৃ ভাষা না থাকার আরেকটি মূল কারণ হলো প্রত্যেক পরিবারের সন্তানদের প্রথমে মায়ের মুখ থেকে ভাষা শিখে। পিতা পরিবারের অর্থনৈতিক সংগ্রাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাই সন্তানের ভাষা শেখানো সময় পায় না। মায়ের মুখ থেকে শিক্ষা ভাষা কি আর পিতৃ ভাষা হয়।
বাচ্চারা সব সময় তার মায়ের আশেপাশে থাকে এবং মাকে অনুসরণ করে বেশি ছোট থেকে। তাই মায়ের মুখ থেকেই যে শিক্ষা বা ভাষা প্রথম শেখে বাচ্চারা।