আজকে আপনি ছেচড়া জামাই নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই আখম হাসানের নাটক গুলো দেখি বেশ ভালো লাগে। উনি অনেক সুন্দর করে অভিনয় করেন, ওনি অভিনয় জগতের বড় একজন অভিনেতা। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।