You are viewing a single comment's thread from:

RE: দুটি কবিতা - "দুঃখ-সুখ"

in আমার বাংলা ব্লগ3 years ago
সত্যি কথা বলতে কি দাদা আমাদের সমাজে আমরা সব সময় নারীর করুন হৃদয়ের গল্প রক্তক্ষরণের গল্প শুনে অভ্যস্ত কিন্তু এর পেছনের গল্প আমরা কেউ শুনতে চাইনা কত নারী কত সুন্দরী রমণী পুরুষের হৃদয়ে রক্তক্ষরণ করছে তাদের হৃদয়কে যে ভেঙ্গে তছনছ করছে সে বিষয়ে আমরা গুরুত্ব দেই না। নারীর মন ভাঙ্গলে আমরা সহ্য করতে পারিনা কিন্তু সেই নারী যখন পুরুষের মনকে তছনছ করে দেয় সেটা কি আমরা স্বাভাবিক ভাবে নিতে অভ্যস্ত কিন্তু আমি এ বিষয়গুলো সাথে কখনো একমত হতে পারি না। সমাজের নারী এবং পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সবাইকেই সমান গুরুত্ব দিতে হবে। শুধু নারীর কষ্টকে দুঃখ খেয়ে গুরুত্বসহকারে দেখবে আর পুরুষের কষ্ট কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে অনেক পুরুষ আছে যারা মনো প্রান দিয়ে নারীর প্রেমে মুগ্ধ থাকে তাদের মনে থাকেনা কোন ছলনা কোন প্রতারণা কিন্তু তারাই বরাবর প্রতারণার শিকার হচ্ছে। আমরা যখন পুরুষ কষ্ট দেই তখন হয়তো পুরুষের কষ্ট আমার চোখে দেখতে পাই না কারণ তারা কাঁদতে জানে না তারা ভেতরে ভেতরে ঢুকরে মরে। তাদের ভিতরটা ছিন্নভিন্ন হয়ে যায়। আপনার লেখা প্রথম কবিতা টি আমার খুব ভালো লেগেছে আপনি বাস্তব কিছু বিষয় উপলব্ধি করেছেন এবং সে বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

তবে আপনার পরবর্তী কবিতা ভুতো জুতো কবিতাটি পড়ে আমার এতটাই ভাল লেগেছে তা হয়তো আপনাকে বলে বোঝাতে পারব না ভালো লাগার কারণ হচ্ছে আপনার শব্দচয়ন ও একটি লাইনের সাথে অন্য লাইনের অন্ত্যমিল আপনি আমাদের মাঝে দেখিয়েছেন তা একজন প্রতিষ্ঠিত লেখক এর পক্ষে সম্ভব। আপনার সর্বক্ষেত্রে বিচরণ বিষয়টি আমার কাছে দারুন লাগে দাদা। আসলে আমাদের এমনই রিসোর্স পারসন হওয়া উচিত যাতে যে কাজে আমাদের দাগ হোক না কেন সেখানে আমরা আমাদের দক্ষতার ছোঁয়া দেখে আসতে পারি।

যাইহোক এত সুন্দর সুন্দর দুটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক