You are viewing a single comment's thread from:
RE: "অলসতায় ভরা সন্ধ্যা বেলার গল্প"
খুব ভালো লিখেছিস! মন ভরে গেলো লেখাটা পড়ে।
সত্যি দাঁত থাকতে দাঁতের মর্যাদা অনেকেই দিতে পারে না, আর তাই হারিয়ে গেলে খুঁজি খুঁজি রব আমাদের আগেও অব্যাহত ছিল আর ভবিষ্যতেও থাকবে!
মুশকিল কি জানিস আমাদের মত ব্যতিক্রমী ব্যাক্তিরা চাইলেও এড়িয়ে যেতে পারে না অনেক কিছু!
যেমনটা তুই লিখেছিস বিভিন্ন চাপের মুখে দায়িত্ব পালনের কথা, একই ভাবে আমিও সেটাই চালিয়ে গেছি এবং যাচ্ছি;
কারণ শ্রী কৃষ্ণ গীতায় লিখেছেন
"ওঁ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।"