You are viewing a single comment's thread from:

RE: পরিত্যক্ত! (Abandoned!)

in Incredible India2 months ago

@rubina203 আজকে আপনি হয়তো লেখাটি পড়ে উপলব্ধি করছেন নব প্রজন্ম দের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আজকের মাতা পিতা!

জ্ঞান হতে না হতেই হাতে ধরিয়ে দিচ্ছে মোবাইল, সেটার জন্য কে দায়ী? আপনি নিজেও নিজের কাজের স্বার্থে একই পথ অবলম্বন করছেন, আর শুধু আপনি কেনো বেশির ভাগই একই পথের পথিক।

শেষ বয়সে গিয়ে আপনাদের মত মানুষদের জীবনে আফসোস পড়ে থাকে কারণ সেই সময় সন্তান বৃদ্ধ মা বাবার চাইতে মোবাইলকেই আপন ভাবতে অভ্যস্ত হয়ে যায়, যার গোড়াপত্তন করেছেন আপনাদের মত মা বাবা
ভেবে দেখবেন, আজকের রক্তের জো চড়দিন স্থায়ী থাকবে না, কি দিচ্ছেন, কেনো দিচ্ছেন এবং এর ফলাফল কি হতে পারে সবটাই আজ ভাবার প্রয়োজন আছে।

নিজেকে উন্নত না করলে অন্যদের কাছে উদাহরণ হওয়া যায় না।