You are viewing a single comment's thread from:

RE: পরিত্যক্ত! (Abandoned!)

in Incredible India2 months ago

পুরোনো মানুষ হোক, ইমারত অথবা সম্পর্ক সময়ের সাথে সবটাই এক সময় পরিত্যক্ত হয়ে যায় বোধহয়!
নতুনের প্রতি সকলের আগ্রহ, সেটা প্রানবিহীন ইমারত হোক অথবা জীবিত মানুষ কিংবা সম্পর্ক।

একটা সময়ের পর মানুষ আসলে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। আপনি ঠিকই বলেছেন সম্পর্ক হোক কিংবা পুরনো মানুষ অথবা ইমারত। সবকিছুই একটা সময় অবহেলায় পরিণত হয়। মানুষ বর্তমান সময়ে নতুন কিছু দেখতে নতুন সম্পর্কে জানাতে অনেক বেশি পছন্দ করে। তবে আমার কাছে মনে হয় পুরনো জিনিসের কদর করলে তারও কিন্তু মূল্য কম নয়।

যে কোন জিনিস আপনি যদি অনেকদিন অযত্নে ফেলে রাখেন ।তাহলে সেটা এমনিতেই পরিত্যক্ত হয়ে যাবে। সেটা কোন সম্পর্ক হোক কিংবা কোন মানুষ অথবা কোন বাড়ি। বর্তমান সময়ের মানুষ শহরে থাকতে অনেক বেশি পছন্দ করে। গ্রামের বাড়িতে এখন আর কেউ থাকে না বললেই চলে।

সবাই শহরের উঁচু নিচু দালান কথা শহরের লাল নীল রঙের শহরটাকে আপন করে নেয়, কিন্তু একটা সময় দেখা যেত যৌথ পরিবারের সবাই গ্রামেই থাকতো। এখন আর সেই বাড়ির কথা কারো মনে পড়ে না। আমাদের বাড়ির পাশে এমন একটা বাড়ি আছে। যেটাতে মনে হয় গত 20 বছর ধরে কেউ এসেছে কিনা আমার জানা নেই।

সদ্য জন্মগ্রহণ করা বাচ্চাগুলো কিন্তু একটা সময় পুরনো হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে বানানো বাড়িটা ও একটা সময় পুরনো হয়ে যাবে। এখন একটা সম্পর্ক যখন নতুন করে শুরু হয়, সেই সম্পর্কের মাঝেও কিন্তু জং ধরে। তবে সবকিছু সবাই ধরে রাখতে পারেনা। প্রথম থেকে যেটা শুরু হয়েছে সেটা যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখা যেত, তাহলে আমার মনে হয় কোন কিছুই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত না। অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।

Sort:  
 2 months ago 

@rubina203 আজকে আপনি হয়তো লেখাটি পড়ে উপলব্ধি করছেন নব প্রজন্ম দের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আজকের মাতা পিতা!

জ্ঞান হতে না হতেই হাতে ধরিয়ে দিচ্ছে মোবাইল, সেটার জন্য কে দায়ী? আপনি নিজেও নিজের কাজের স্বার্থে একই পথ অবলম্বন করছেন, আর শুধু আপনি কেনো বেশির ভাগই একই পথের পথিক।

শেষ বয়সে গিয়ে আপনাদের মত মানুষদের জীবনে আফসোস পড়ে থাকে কারণ সেই সময় সন্তান বৃদ্ধ মা বাবার চাইতে মোবাইলকেই আপন ভাবতে অভ্যস্ত হয়ে যায়, যার গোড়াপত্তন করেছেন আপনাদের মত মা বাবা
ভেবে দেখবেন, আজকের রক্তের জো চড়দিন স্থায়ী থাকবে না, কি দিচ্ছেন, কেনো দিচ্ছেন এবং এর ফলাফল কি হতে পারে সবটাই আজ ভাবার প্রয়োজন আছে।

নিজেকে উন্নত না করলে অন্যদের কাছে উদাহরণ হওয়া যায় না।