You are viewing a single comment's thread from:

RE: স্বচ্ছতা এবং বিশুদ্ধতা কেবল জলে নয়, জীবনের সর্বত্রই কাম্য!(Clarity and purity are desirable not only in water, but everywhere in life!)

in Incredible India3 months ago

একেবারেই তাই জবাব দিতে হলে সৃষ্টিকর্তা আর নিজের বিবেকের প্রশ্নের উত্তর দেওয়া উচিত।

মানুষের কাছে কোন উত্তর দেবার প্রয়োজনীয়তা অনেকদিন আগে থেকেই ত্যাগ করেছি।

কারণ, অনেকেই উত্তর দেওয়াকে জাস্টিফিকেশন বলে মনে করেন। তাই, এই ভালো দিনশেষে গোটা দিনের হিসেব একটা জায়গায় জমা রাখা শ্রেয়!

এই প্ল্যাটফর্মে যে তিক্ত অভিজ্ঞতা উভয়ের হয়েছে, সেটাই বা কি কম শিক্ষা?
মিথ্যে বলা মানুষগুলো তাদের বেশি প্রিয় যারা চাটুকারিতা পছন্দ করেন।

তাই, আমার জীবনে আন্তরিক মানুষের সংখ্যা তলানিতে।
তবে, তাতে বিশেষ কিছু যায় আসে না, কারণ যার কেউ নেই তার ভগবান আছেন!