RE: স্বচ্ছতা এবং বিশুদ্ধতা কেবল জলে নয়, জীবনের সর্বত্রই কাম্য!(Clarity and purity are desirable not only in water, but everywhere in life!)
কখনো কারোর থেকে কোনো কথা শুনে সিদ্ধান্ত নিয়ে নেবেন না, যতক্ষণ দুপক্ষ সামনাসামনি দাঁড়িয়ে সমস্যা আলোচনা করে তৃতীয় ব্যক্তির অসাধু মানসিকতার উদ্দেশ্য সামনে তুলে ধরতে সক্ষম না হতে পারে।
উপরের লাইনে আপনি একদমই সঠিক কথা বলেছেন, তবে সত্যি কথা বলতে আজকালকার দিনে এই কাজটাই বেশিরভাগ মানুষ করেন না। সকলেই তৃতীয় ব্যক্তির কথা শুনে জীবনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
যেখানে সামনাসামনি কথা বলে দুজন মানুষের মধ্যে সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া সম্ভব, সেখানে শুধুমাত্র কথা না বলার কারণে দুজন মানুষের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তবে তৃতীয় পক্ষের মানুষটি জিতে যায়।
যে গল্পটি আপনি আজ শেয়ার করেছেন, প্রত্যেকে যদি এমন ভাবে নিজেদের জীবনের সম্পর্কের বিশুদ্ধতা যাচাই-করণ করতে পারতো, তাহলেই হয়তো সম্পর্কের পরিভাষা অনেকের জন্যই বদলে যেতো। তবে আপনি সবসময় একটা কথা বলেন, সৃষ্টিকর্তার কাছে সবটাই পরিষ্কার।তিনি সবটা দেখতে পারেন এবং কর্ম অনুযায়ী সকলকে ফলাফল দান করেন।
তাই তৃতীয় ব্যক্তিরা যদি ভাবে তারা জিতে গেছে। দুটো মানুষের সম্পর্কের ভাঙ্গন ধরানোর কাজটি ঈশ্বরের বিচারের সঠিক, তাহলে তারা এখনো ভুল ধারণায় আছেন। তাদের এই কার্যক্রম গুলির ফলাফল যখন ঈশ্বর দেবেন, বোধহয় তখন তারা এটা বুঝবেন যে, -ঈশ্বরের মারে কখনো শব্দ হয় না। ভালো থাকবেন।
একেবারেই তাই জবাব দিতে হলে সৃষ্টিকর্তা আর নিজের বিবেকের প্রশ্নের উত্তর দেওয়া উচিত।
মানুষের কাছে কোন উত্তর দেবার প্রয়োজনীয়তা অনেকদিন আগে থেকেই ত্যাগ করেছি।
কারণ, অনেকেই উত্তর দেওয়াকে জাস্টিফিকেশন বলে মনে করেন। তাই, এই ভালো দিনশেষে গোটা দিনের হিসেব একটা জায়গায় জমা রাখা শ্রেয়!
এই প্ল্যাটফর্মে যে তিক্ত অভিজ্ঞতা উভয়ের হয়েছে, সেটাই বা কি কম শিক্ষা?
মিথ্যে বলা মানুষগুলো তাদের বেশি প্রিয় যারা চাটুকারিতা পছন্দ করেন।
তাই, আমার জীবনে আন্তরিক মানুষের সংখ্যা তলানিতে।
তবে, তাতে বিশেষ কিছু যায় আসে না, কারণ যার কেউ নেই তার ভগবান আছেন!
Your comment has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, Original quality comments anywhere, and any tags