You are viewing a single comment's thread from:
RE: একটি শিক্ষিত শৈশব ভবিষ্যতের ভিত্তিস্তর নির্মাণে সহায়ক!(An educated childhood helps build the foundation for the future!)
সঠিক বলেছেন @rubina203 মা একটা শব্দ নয় গোটা জগৎ।
আমাদের পুরাণে একটা ঘটনা এখানে উল্লেখ করি।
শ্রী গণেশ এবং কার্তিক মহাদেব(শিব ঠাকুর) এবং দেবী পার্বতীর পুত্র।
কে আগে বিবাহ করবে এই নিয়ে দ্বন্দ্ব মা এবং বাবার মধ্যে।
তাই দুজনে পুত্রদের ডেকে বললেন, দুই ভাইয়ের মধ্যে যে তিনবার পৃথিবী পরিক্রমা করে ফিরবে, তাকেই আগে বিয়ে দেওয়া হবে।
কার্তিক তার বাহন ময়ূরে করে বেরিয়ে পড়লেন পৃথিবী পরিক্রমা করতে, এদিকে শ্রী গণেশ দাড়িয়ে আছে দেখে তাঁর মা বাবা অবাক হলেন!
তবে, এরপর শ্রী গণেশ তার মাতা পিতাকে পরিক্রমা করতে শুরু করলেন, তাঁর পরিক্রমা থেকে তিনি বুঝিয়েছিলেন, যারা মাতা পিতাকে শ্রদ্ধা করেন, তাদের পুন্য অর্জনে কোথাও যাবার প্রয়োজন পড়ে না।