RE: No murder can be perfect - কোনো হত্যাকাণ্ড নিখুঁত হতে পারে না!
একেবারেই সঠিক, কথায় আছে পাপ চড়ে না বাপকে!
মানুষ নিজেদের যতই চতুর মনে করুক না কেনো একসময় সত্য বেরিয়েই আসে।
সাময়িক সফলতায় বিভোর কিছুজন নিজেদের পৃথিবীর শ্রেষ্ঠ চতুর মানুষ বলে গণ্য করে, কিন্তু তারা ভুলে যায় অদৃশ্য এক্ শক্তি প্রত্যেককেই সর্বদা নিরীক্ষণ করে চলেছেন।
ঘরোয়া নির্যাতন অব্যাহত কারণ বেশিরভাগ মেয়েদের এমন একটি ভুল শিক্ষা দিয়ে বড় করা হয়, আর সেখানে তাদের বলা হয়, বিয়ের পরে সেটাই তাদের বাড়ি, ভালো মন্দ মানিয়ে চলতে।
আমার প্রশ্ন কেনো? সর্বাগ্রে তারা একটি মানুষ। সমান বাক স্বাধীনতা সহ, ইচ্ছের বিরুদ্ধে জোর করে তাকে সংসার করতে হবে শারীরিক মানসিক নির্যাতনের সন্মুখীন হয়ে এটা কেমন কথা!
আমার জানা নেই, কারণ নিজের পায় দাড়াতে হবে এই শিক্ষাটা বোধহয় সর্বাগ্রে মাতা পিতার শেখানো উচিত।
এরপর, বিয়ে হয়ে গেলেই কেনো বাবার বাড়িতে সেই অধিকারের জায়গা হারিয়ে যাবে, যেখানে একটি মেয়ে অত্যাচারিত হচ্ছে জেনেও ঠাঁই পাবে না!
এরকম অনেক বিষয় আছে যেগুলো অনেকের প্রতিবাদী বলে মনে হতে পারে, তবে আমি এই শিক্ষায় বিশ্বাসী যে, শিক্ষা , সম্মানের উপরে সকলের সমানাধিকার।
সকলের সসম্মানে বাঁচার অধিকার আছে।
জি ম্যাম, আপনি সঠিক বলেছেন, আমি আপনার কথার সাথে সহমত পোষণ করি। এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আপনি আলোচনা করেছেন, আমাদের সাথে তার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন, সুস্থ থাকবেন,